আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবিতে ১৫ নভেম্বর এআই প্রতিযোগিতা ‘ভিশনএক্স’

প্রতিনিধি, ঢাবি

ঢাবিতে ১৫ নভেম্বর এআই প্রতিযোগিতা ‘ভিশনএক্স’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্স : এআই পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ’। আগামী ১৫ নভেম্বর ২০২৫, শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য হলো দেশের প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের সম্পৃক্ত করা, শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলা।

বিজ্ঞাপন

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিভাগের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।

এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান, সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, প্রভাষক পলাশ রায় এবং সদস্য-সচিব প্রভাষক মো. ফাহিম আরেফিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় দুটি ভিন্ন ট্র্যাক থাকবে।

প্রথমত- বিজনেস আইডিয়া ট্র্যাক: যেখানে শিক্ষার্থীরা উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবেন। দ্বিতীয়ত- প্রজেক্ট শোকেসিং ট্র্যাক: এখানে এআই-ভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করা হবে।

প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন সদস্য অংশ নিতে পারবেন। দলীয় সদস্যরা ভিন্ন ভিন্ন বিভাগ থেকেও আসতে পারবেন—যেমন একজন ইঞ্জিনিয়ারিং, একজন ব্যবসায় শিক্ষা এবং একজন সমাজবিজ্ঞান বা কলা অনুষদ থেকে।

বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার এক লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৮০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং প্রযুক্তি উদ্ভাবক (সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন, তবে শর্ত হলো—প্রতিটি দলে অন্তত একজন সদস্যকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।

আগ্রহীরা আগামী ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত https://visionx.cse.du.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

আয়োজকরা আশা ব্যক্ত করে বলেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিল্পখাতে সৃজনশীলতাকে উৎসাহিত করবে এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে। তরুণরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু নতুন ধারণাই উপস্থাপন করবে না, বরং দেশের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতির জন্য কার্যকর সমাধান নিয়ে আসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন