আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস পালিত: ৪ শহীদ পরিবারকে সম্মাননা

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

জাবিপ্রবিতে গণঅভ্যুত্থান দিবস পালিত: ৪  শহীদ পরিবারকে সম্মাননা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। এ বছরের প্রতিপাদ্য ছিল: ‘স্মৃতি, সংগ্রাম ও রাষ্টচিন্তা: সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়’।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সম্মাননা প্রদান।

বিজ্ঞাপন

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। সঞ্চালনায় ছিলেন ছাত্রী হলের প্রভোস্ট ড. মৌশুমী আক্তার ও শিক্ষার্থী এ্যানি।

আলোচনা সভায় মেলান্দহ উপজেলার গণঅভ্যুত্থানে শহীদ চার পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. নূর হোসেন চৌধুরী, আয়োজক কমিটির সদস্যসচিব ড. মো. শাহজালাল, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. সাদীকুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।

উপাচার্য ড. রোকনুজ্জামান বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ তিনি রাষ্ট্রের সংকটসমূহ চিহ্নিত করে সমাধানের চিন্তাশীলতার উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী ইয়াসির আরাফাত, যীনাত মিয়া আজিজুল, মো. মোরসালিন, আব্দুল আহাদ, শায়লা আক্তার, উমর ফারুক, চৈতালী জ্যোতী, শাহরুখ ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন