কিছু রাজনৈতিক গোষ্ঠী ৭১ ও ২৪ মুখোমুখি দাঁড় করাতে চায়: উমামা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ২১: ৪৬

স্বতন্ত্র ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী আছে যারা ৭১ কে ২৪ এর মুখোমুখি দাঁড় করাতে চায় কিন্তু ৭১ কে বড় করলে ২৪ নষ্ট হয়ে যাবে আবার ২৪ কে বড় করলে ৭১ নষ্ট হয়ে যাবে।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন উমামা ফাতেমা।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছরের শেষ ১৭ বছর শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী শাসন করেছিল। এই স্বৈরাচারী শাসনের ফলে ৭১ জনগণ যেভাবে স্বৈরশাসকের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছিল একইভাবে ২৪ জনগণ জেগে উঠে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে। ৭১ এর ধারাবাহিকতায় ২৪ আসছে। ৭১ যেমন আমাদের ইতিহাসের অংশ ২৪ তেমন আমাদের ইতিহাসের অংশ। এই ইতিহাস ধারণ করেই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সকলের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে নির্বাচনের পরও এই ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে।

ছাত্রদলের জগন্নাথ হলের কর্মী নিলয় কুমার গুপ্ত বলেন, আমরা কোন দলের মতাদর্শে মতাদর্শী হলেও আমরা আপোষ করব না বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও ২৪ এর প্রশ্নে। আপনারা সবাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করবেন।

মতবিনিময়কালে স্বতন্ত্র ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত