আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বদরুন্নেসার শিক্ষা সফরে ঢাকা কলেজের বাস, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রতিনিধি, ঢাকা কলেজ
বদরুন্নেসার শিক্ষা সফরে ঢাকা কলেজের বাস, শিক্ষার্থীদের ক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের নিজস্ব বাস চলাচল গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। গত ৯ ডিসেম্বর (মঙ্গলবার) আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের হামলায় কলেজের দুটি বাস ভাংচুর হয়। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ধরে নিয়েছিলেন সব রুটে বাস বন্ধ থাকায় কলেজ প্রশাসন নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো বাহনই বাইরে যাবে না।

কিন্তু বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে দেখা যায়, ‘বিজয়-২৪’ নামের ঢাকা কলেজের একটি বাস বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য ব্যবহার করা হচ্ছে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন বিভাগ থেকে যখন শিক্ষা সফরের জন্য বাস চাওয়া হয় তখন নানা রকম অজুহাত দেখানো হয়। প্রশাসন বাস দিতে রাজি হন না। অথচ অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস নিয়ে শিক্ষা সফরে কীভাবে যায়?

ঢাকা কলেজের শিক্ষার্থী মুনতাসীর শাহরিয়ার বলেন, ‘যখন আমাদের পরীক্ষা চলে তখন আমরা এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেই। তখন যদি প্রশাসনের কাছ থেকে পরীক্ষার জন্য বাস চাওয়া হয়, তারা বাস দিতে রাজি হন না। কিন্তু এখন অন্য একটা কলেজের শিক্ষার্থীদের পিকনিকের জন্য কলেজ প্রশাসন বাস দিয়েছে।’

আরেক শিক্ষার্থী মায়ান হাসান রিমন বলেন, ‘প্রয়োজনে বাস চাইলেও প্রশাসন দেয় না। অথচ পিকনিকের জন্য বাস দেয়া হয়েছে বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের।’

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘মারামারির কারণে আমাদের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় আবেদনের ভিত্তিতে তাদের বাস দেয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সৌজন্যতার অংশ হিসেবে যেকোনো প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের বাস ব্যবহার করতে পারে। আমাদের প্রয়োজন হলে আমরাও তাদের বাস ব্যবহার করতে পারব। এর আগেও আমরা ইডেন ও তিতুমীর কলেজের বাস নিয়েছিলাম।’

উল্লেখ্য, চলতি বছরের গত ৯ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা কলেজের 'বিজয় ৭১' ও 'শঙ্খনীল' নামক ২টি বাস ভাংচুর করে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। সকাল সোয়া ১১টার দিকে গ্রীন রোড ও সাইন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় এ দুই কলেজের শিক্ষার্থীরা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ অপ্রীতিকর ঘটনায় ঢাকা কলেজের ২টি বাস ভাংচুর করায় গত ১০ ডিসেম্বর (বুধবার) থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ করার নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন