আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চবির সকল ক্লাস স্থগিত

প্রতিনিধি, চবি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চবির সকল ক্লাস স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের সকল ক্লাস স্থগিত করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

ওই বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি।

তিনি দেশপ্রেম, গণতন্ত্র ও এ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপসহীন নেতৃত্ব দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারালো এক দেশপ্রেমিক অভিভাবককে।

অসময়ে তার চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন