আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে আবার হামলার হুমকি দিলো ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানে আবার হামলার হুমকি দিলো ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি আবার তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে বড় ধরনের আরেকটি হামলা সমর্থন করবে।

বিজ্ঞাপন

ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন, গত জুনে মার্কিন হামলার পর থেকে ইরান তাদের অস্ত্র তৈরির কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করছে বলে ধারণা করেন তিনি।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তারা পারমাণবিক অস্ত্রসহ অন্যান্য জিনিস তৈরি করছে। যদি তারা সত্যিই তা করে, তাহলে আমরা আগের হামলায় ধ্বংস হওয়া স্থাপনার চেয়ে ভিন্ন কোনো স্থাপনা লক্ষ্য করব।”

তিনি ইরানকে সতর্ক করে বলেন, “আমরা জানি তারা কোথায় যাচ্ছে, কী করছে। আমি আশা করি তারা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে, কারণ আমাদের বি-২ বোমারু বিমান ব্যবহারে ৩৭ ঘণ্টার দীর্ঘ যাত্রা করতে হয়, যা আমরা বারবার করতে চাই না।”

বর্তমানে মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সময়ে, চলতি মাসেই ইরান দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...