ঢাবি উপাচার্যের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৮: ০৯

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) উপাচার্যের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত রমজান ফিলিস্তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতা ও বৃত্তি প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। পাশাপাশি তিনি ফিলিস্তিনের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েলি দমন-পীড়ন, গণহত্যা ও অমানবিক কর্মকাণ্ড সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফিলিস্তিনের ন্যায়সংগত সংগ্রামে বাংলাদেশের মানুষ সব সময় পাশে থেকেছে, এজন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বৃত্তি প্রদানে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যায়বিচার ও মানবতার পাশে রয়েছে।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমজান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ‘Gaza: The Genocide of the 21st Century Happening Live before the World’s Eyes’ শীর্ষক বক্তৃতা প্রদান করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত