হাবিপ্রবিতে ড্রাইভার-হেলপারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৬: ৪০

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ড্রাইভার-হেলপারদের জন্য ‘সড়ক পরিবহণ ও ট্রাফিক আইন-কানুন সংক্রান্ত প্রশিক্ষণ-২০২৫’ -অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইআরটির সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা।

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

আইআরটির পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে হাবিপ্রবির পরিবহণ ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. মো. ছিদ্দিকুর রহমান, আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ ও প্রফেসর ড. শরীফ মাহমুদসহ অন্য শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. এনামউল্যা বলেন, পরিবহণ একটা খুবই সংবেদনশীল সেক্টর। তাই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ট্রাফিক আইন-কানুন সম্পর্কে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। ছোট একটি ভুলও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমাদের প্রত্যেককে আইন-কানুন মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষাদান নয়, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরিতেও কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সচেতন হয়ে বিশ্ববিদ্যালয় ও সমাজকেও নিরাপদ রাখতে ভূমিকা রাখবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত