রাকসু নির্বাচন
প্রতিনিধি, রাবি
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুরুত্ব দিচ্ছেন। প্রচলিত পোস্টার, ব্যানার কিংবা লিফলেট ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সৃজনশীল উপায়ে প্রচারে নেমেছেন তারা। এবার সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম রাকসুতে আলোচনায় এসেছেন তার ব্যতিক্রমী প্রচারের কারণে।
তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচনে তিনি যতগুলো ভোট পাবেন, ঠিক ততগুলো গাছ উপহার দেবেন মানুষকে। পরিবেশ সচেতন এই প্রার্থীর এমন উদ্যোগ এরই মধ্যে ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে।
নির্বাহী সদস্য পদে তার ব্যালট নং ৩৩। প্রার্থীর এই অভিনব প্রতিশ্রুতির মূল উদ্দেশ্য—পরিবেশ সুরক্ষা এবং ভোটারদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করা।
এ বিষয়ে মো. আরিফুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করি, প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা থাকা জরুরি। একটি গাছ শুধু পরিবেশকেই শীতল করে না, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রাকসু নির্বাচনে যারা আমাকে ভালোবেসে ভোট দেবেন, তাদের প্রতি এটি হবে আমার বিশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি যতগুলো ভোট পাবো, ঠিক ততগুলো চারা গাছ উপহার দেব। এটি হবে আমার পক্ষ থেকে ক্যাম্পাসের প্রতি একটি সবুজ অঙ্গীকার।
আরিফুল ইসলামের এই ঘোষণা অন্যান্য প্রার্থীর নির্বাচনী প্রচারণার মধ্যে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেক শিক্ষার্থীই তার এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
নির্বাচনী প্রতিশ্রুতিতে আরিফুল ইসলাম পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করারও অঙ্গীকার করেছেন। তবে তার যত ভোট, তত গাছ স্লোগানটিই আপাতত ভোটারদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহের জন্ম দিয়েছে।
তবে নির্বাচনে হেরে গেলেও হতাশ হবেন না জানিয়ে তিনি বলেন, জিতলে শুধু পরিসর বাড়বে। আমি চাই রাকসুকে শিক্ষার্থীদের কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে।
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুরুত্ব দিচ্ছেন। প্রচলিত পোস্টার, ব্যানার কিংবা লিফলেট ছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সৃজনশীল উপায়ে প্রচারে নেমেছেন তারা। এবার সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম রাকসুতে আলোচনায় এসেছেন তার ব্যতিক্রমী প্রচারের কারণে।
তিনি ঘোষণা দিয়েছেন, নির্বাচনে তিনি যতগুলো ভোট পাবেন, ঠিক ততগুলো গাছ উপহার দেবেন মানুষকে। পরিবেশ সচেতন এই প্রার্থীর এমন উদ্যোগ এরই মধ্যে ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করেছে।
নির্বাহী সদস্য পদে তার ব্যালট নং ৩৩। প্রার্থীর এই অভিনব প্রতিশ্রুতির মূল উদ্দেশ্য—পরিবেশ সুরক্ষা এবং ভোটারদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করা।
এ বিষয়ে মো. আরিফুল ইসলাম বলেন, আমি বিশ্বাস করি, প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা থাকা জরুরি। একটি গাছ শুধু পরিবেশকেই শীতল করে না, এটি ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। রাকসু নির্বাচনে যারা আমাকে ভালোবেসে ভোট দেবেন, তাদের প্রতি এটি হবে আমার বিশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি যতগুলো ভোট পাবো, ঠিক ততগুলো চারা গাছ উপহার দেব। এটি হবে আমার পক্ষ থেকে ক্যাম্পাসের প্রতি একটি সবুজ অঙ্গীকার।
আরিফুল ইসলামের এই ঘোষণা অন্যান্য প্রার্থীর নির্বাচনী প্রচারণার মধ্যে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেক শিক্ষার্থীই তার এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
নির্বাচনী প্রতিশ্রুতিতে আরিফুল ইসলাম পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করারও অঙ্গীকার করেছেন। তবে তার যত ভোট, তত গাছ স্লোগানটিই আপাতত ভোটারদের মাঝে সবচেয়ে বেশি আগ্রহের জন্ম দিয়েছে।
তবে নির্বাচনে হেরে গেলেও হতাশ হবেন না জানিয়ে তিনি বলেন, জিতলে শুধু পরিসর বাড়বে। আমি চাই রাকসুকে শিক্ষার্থীদের কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে