জুলাই বিপ্লব: ইবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফল প্রকাশ

প্রতিনিধি, ইবি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৫: ৫৪

'জুলাই শহীদ দিবস' উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট ) দুপুরে 'জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম এই তথ্য দিয়েছেন।

গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'জুলাই বিপ্লব/স্বাধীনতার নতুন সূর্য/বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়' বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন, গ্রাফিতি অঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রকাশিত ফলাফল, চিত্রাঙ্কনে ক গ্রুপে (প্রথম থেকে তৃতীয় শ্রেণি) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে শেখ উমামা, সাইফ ও রুশা। চিত্রাঙ্কন খ গ্রুপে (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি) বিজয়ী হয়েছে যথাক্রমে শেখ জুমানা, রাহি ও মোছা. মাইশা। গ গ্রুপে (সপ্তম থেকে দশম শ্রেণি) কৃতিত্ব দেখিয়েছে যথাক্রমে খাদিজা তারান্নুম, আয়েশা তাবাসসুম ও খোন্দকার লামিয়া।

গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের অন্তি খাতুন প্রথম, সুদীপ রায় দ্বিতীয় এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মো. হাসিব রামিম তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রত্যেকেই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রচনা প্রতিযোগিতায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মো. ইয়াছিন আরাফাত প্রথম, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের মো. রবিউস সানি জোহা দ্বিতীয় এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মুহাম্মদ রাকিব উদ্দিন তৃতীয় স্থান অধিকার করেছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত