আলোচনায় বসার শর্তে রেল অবরোধ প্রত্যাহার

প্রতিনিধি, বাকৃবি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে অচলাবস্থা কাটাতে আলোচনায় বসতে রাজি হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর প্রেক্ষিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ১২টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনে অংশ নেয়া পশুপালন অনুষদের শিক্ষার্থী এহসানুল হক হিমেল জানান, ‍কম্বাইন্ড ডিগ্রি নিয়ে চলমান আন্দোলনের সমাধানে আমরা নিঃশর্তভাবে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছি। সেই কারণেই অবরোধ প্রত্যাহার করেছি। আমরা চাই না ছাত্র-শিক্ষক সম্পর্ক খারাপ হোক। জনগণের দুর্ভোগ যাতে না হয়, সে বিষয়টি মাথায় রেখেই আমরা আন্দোলন করছি। তবে আলোচনায় যদি ফলপ্রসূ সমাধান না হয়, তাহলে আবারও অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ চলবে। শিক্ষার্থীদের স্বার্থে আমাদের এই আন্দোলন ন্যায্য।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, শিক্ষার্থীরা রেল অবরোধ করার পর আমাদের সহকারী প্রক্টর তাদের সঙ্গে কথা বলেছেন। পরে আমি নিজেও আলোচনা করেছি। তারা কখন বসতে পারবে, সেটা জানালে উপাচার্যকে অবহিত করা হবে। আশা করছি আজকের মধ্যে আলোচনা সম্ভব হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে কোনো শর্ত দেওয়া হবে না। আমরা কোলা মন নিয়ে এগোতে চাই। দিনশেষে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক বজায় রেখেই শিক্ষক-শিক্ষার্থীদের অচলাবস্থা কাটিয়ে উঠতে হবে।

প্রসঙ্গত, রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক কাউন্সিলের সভাকে কেন্দ্র করে সভাস্থলে তালা লাগিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করেন বাকৃবি শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং শিক্ষকরা তালা ভেঙে বের হয়ে আসেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ ঘোষণা করে প্রশাসন। তবে সেই ঘোষণা প্রত্যাখান করে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত