আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদমামা ও রুপা তারা

কালিমুল্লাহ ইব্রাহীম

চাঁদমামা ও রুপা তারা

রুপা নামের একটি ছোট তারা ছিল। সে আকাশের অন্য তারাগুলোর তুলনায় একটু আলাদা ছিল। কারণ তার আলো একটু নীলাভ আর হালকা ছিল। অন্য তারারা অনেক উজ্জ্বল, তাই রুপা ভাবত, আমার আলো এত কম! সবাই কি আমাকে পছন্দ করে?

এক দিন রুপা দেখতে পেল, চাঁদমামা ধীরে ধীরে অর্ধেক হয়ে যাচ্ছে। রুপা একটু চিন্তিত হয়ে চাঁদমামার কাছে গেল। তারপর জিজ্ঞাসা করল, চাঁদমামা, আপনি কেন অর্ধেক হয়ে যাচ্ছেন?

বিজ্ঞাপন

চাঁদমামা মৃদু হেসে বললেন, রুপা, আমি অর্ধেক হলে, আকাশে তোমাদের আলো আরও বেশি দেখা যায়। তখন মানুষ তোমাদের দিকে তাকিয়ে মুগ্ধ হয়।

রুপা একটু লজ্জা পেয়ে বলল, আমার আলো তো খুব কম। কেউ কি আমাকে দেখবে?

চাঁদমামা মিষ্টি করে বললেন, তোমার আলো কম হলেও তার একটা বিশেষত্ব আছে। কারণ সব তারার আলো মিলে আকাশকে জ্বলজ্বলে করে তোলে। তুমি আলাদা বলেই তোমাকে মানুষ খেয়াল করে।

সেদিন থেকে রুপা নিজেকে আর ছোট মনে করেনি। সে আনন্দ নিয়ে আকাশে জ্বলজ্বল করল। আর চাঁদমামা তাকে দেখে বললেন, ‘তোমার নীলাভ আলো আকাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।’

রুপা খুশি মনে সব তারার সঙ্গে বন্ধুত্ব করল। আর আকাশের তারা, চাঁদ ও রুপা মিলে রাতকে সুন্দর করে তুলল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...