আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একদিনে সর্বোচ্চ ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার
একদিনে সর্বোচ্চ ৩৫২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে সাড়ে তিন শতাধিক আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যা চলতি বছর এক দিনে সর্বোচ্চ। মারা গেছে একজন। ২১ বছর বয়সি মৃত ব্যক্তি নারী, তিনি চট্টগ্রামের বাসিন্দা। এই নিয়ে চলতি বছরে ৩১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৩৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এ বছর এক দিনে এটাই সর্বোচ্চ ভর্তি রোগী। যা এতদিন আড়াইশর মধ্যেই ছিল। নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগেই ১৬৭ জন। সবমিলিয়ে এ বছর হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা সাত হাজার ৪২৯।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন