আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫ জন

আমার দেশ অনলাইন
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫ জন

বাংলাদেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন রোগী। দৈনিক রোগী ভর্তির এই সংখ্যা এক দিনে সর্বোচ্চ। এর আগে গত ২১ সেপ্টেম্বর ৭৪০ জন রোগী ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়কালে ঢাকায় নতুন ভর্তি হয়েছেন ২০৯ জন। অন্যান্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৬৬, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ১৬৪, চট্টগ্রামে ৯১, খুলনায় ১০১, রাজশাহীতে ৫৪ এবং ময়মনসিংহ বিভাগে ৩৭ জন রোগী ভর্তি হন।

এর আগে, গত রোববার ২১ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৫১ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন