এএমজেড হাসপাতালে পূর্ণাঙ্গ স্ট্রোক সেন্টার চালু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০০: ১৯

রাজধানীর এএমজেড হাসপাতালে পূর্ণাঙ্গ স্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। মঙ্গলবার সকালে ‘এএমজেড অ্যাকিউট স্ট্রোক ইউনিট”-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নিউরোলজিস্ট ও নিউরোসার্জনগণ, মেডিসিন বিশেষজ্ঞ প্যানেল, হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহযোগী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

উদ্ভোধনী বক্তব্যে হাসপাতালের সিইও ডা. লিমা রহমান বলেন, ‘স্ট্রোকের চিকিৎসায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এখানে গড়ে তোলা হয়েছে ২৪ ঘণ্টার জরুরি সেবা ব্যবস্থা। উন্নত নিউরো ইমেজিং সুবিধা, থ্রোম্বোলাইসিস থেরাপি এবং প্রশিক্ষিত স্ট্রোক ম্যানেজমেন্ট টিম। রোগীর ‘গোল্ডেন আওয়ারে’ সঠিক সিদ্ধান্ত ও চিকিৎসা নিশ্চিত করাই এ সেন্টারের অন্যতম লক্ষ্য।’

নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ডা. মো. মোতাশিমুল হাসান শিপলু বলেন, ‘স্ট্রোক মস্তিষ্কের একটি রক্তনালীজনিত মারাত্মক রোগ। সঠিক সময়ে, সঠিক চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রেই এই রোগ নিরাময়যোগ্য। যা পরবর্তীতে জীবনঝুঁকি ও প্যারালাইসিস থেকে রক্ষা করে। তাই বলা হয় “Time is Brain’’। স্ট্রোক কেবলমাত্র চিকিৎসার বিষয় নয়, এটি একটি টিমওয়ার্ক—নিউরো-ইমেজিং, মেডিসিন, সার্জারি, নিউরো রিহ্যাবিলিটেশন—সবকিছুর সমন্বয় এই সেন্টারে রয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়।’

নিউরোলজিস্ট ডা. মো. বজলুর রশিদ সুমন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে স্ট্রোকের ঝুঁকি দিন দিন বাড়ছে। আমরা চাই, রোগী যেন সময়মতো সঠিক চিকিৎসা পায়। এই সেন্টারে ‘গোল্ডেন আওয়ার’ প্রটোকলের মাধ্যমে জরুরি সেবার একটি মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে।’

সমাপনী বক্তব্যে এই স্ট্রোক সেন্টার প্রতিষ্ঠায় সার্বিক সহায়তা ও সায়েন্টিফিক পার্টনার হিসেবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড যুক্ত হওয়ায় রেডিয়েন্ট এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এএমজেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. জুলফিকার আলী।

বিষয়:

স্ট্রোক
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত