
স্টাফ রিপোর্টার

স্বাস্থ্যসেবার মান বাড়াতে দক্ষ টেকনোলজিস্ট নিয়োগ ও পৃথক কাউন্সিল গঠনের পাশাপাশি সরকারি হাসপাতালে সার্বক্ষণিক রোগ নির্ণয় চালুর দাবি জানিয়েছেন টেকনোলজিস্টরা। তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবমূল্যায়ন করা ও যথাযথভাবে কাজে না লাগানোয় স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্ট পেশাজীবীরা যেমন বৈষম্যের স্বীকার হচ্ছেন, তেমনি সরকারেরও রাজস্ব আদায়ের সুযোগ হাতছাড়া হচ্ছে।
শুক্রবার সকালে চট্টগ্রামের পার্কভিউ অডিটোরিয়াম "মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার গাইডলাইন ও বিদেশে জব লাইসেন্স" শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি মো. তওহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডক্টর জাকির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমটিএফ'র কেন্দ্রীয় সভাপতি আব্দুস সামাদ।
সেমিনারে প্রধান অতিথি বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মূল্যায়ন না করা ও যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্ট পেশাজীবীরা বৈষম্যের স্বীকার হচ্ছে। একই সঙ্গে সরকার রাজস্ব আদায়ের সুযোগ হাতছাড়া করছে। অনতিবিলম্বে পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীত করা, নতুন নিয়োগ চালু করা এবং সার্বক্ষণিক রোগ নির্ণয় সেবা চালু রাখার দাবি জানান তিনি।
এমটিএফ'র সেক্রেটারি জেনারেল মো. সোহেল রানা বলেন, 'দক্ষ জনবলের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে কাউন্সিল গঠন, মাস্টার্স কোর্স চালু এবং মেডিকেল টেকনোলজি অফিসার পদ সৃষ্টি করে পরীক্ষা-নিরীক্ষার কোয়ালিটি কন্ট্রোল (মান নিয়ন্ত্রণ) নিশ্চিত করা গেলে চিকিৎসা সেবায় সেবার সংখ্যা কয়েকগুণ বাড়বে।'
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান হাওলাদার সোহেল বলেন, 'প্রাইভেট সার্ভিস নীতিমালার অভাব দূর করার মাধ্যমে বেসরকারি খাতে সেবা গ্রহণযোগ্যতা আরও বাড়ানো যাবে।'
আরেক সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম বলেন, 'সরকারি সেবা বিভাগ দুই বেলা চালু রাখা আবশ্যক।'
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিপন সিকদার বলেন, 'নিজেদের জ্ঞানে-কর্মে সক্ষমতা প্রমাণ করতে যেমন চেষ্টা করতে হবে, তেমনি একতাবদ্ধভাবে বৈষম্য দূর করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তাতে অদক্ষ লোকের অপব্যবহার দূর করা এবং ভুল রিপোর্ট রোধ করা যাবে।'
অর্থ সম্পাদক নাজমুল হুদা বলেন, 'নৈতিক মান উন্নয়ন ছাড়া প্যাশেন্ট কেয়ার যথাযথ হবে না।'
বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামেন (এনডিএফ) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. খায়রুল কবির বলেন, 'মেডিকেল টেকনোলজিস্টদের মান উন্নয়ন ও যথাযথ কাজে লাগিয়ে মানসন্মত সেবা নিশ্চিত করা যাবে এবং কয়েকগুণ রাজস্ব আদায় বাড়ানো যাবে। সেইসাথে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাতে পরিণত করা সম্ভব।'
আরেক বিশেষ অতিথি ডা. এহসান কবির বলেন, 'বিদেশে জব লাইসেন্সের মাধ্যমে বেকারত্ব দূর করা ও সম্মানজনক জীবিকা অর্জন করতে পারে। টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটিতে ক্যারিয়ার প্লানসহ পর্যাপ্ত শিক্ষক পদ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বহাল রাখা নিশ্চিত করলে মান সম্পন্ন মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা সম্ভব হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।'

স্বাস্থ্যসেবার মান বাড়াতে দক্ষ টেকনোলজিস্ট নিয়োগ ও পৃথক কাউন্সিল গঠনের পাশাপাশি সরকারি হাসপাতালে সার্বক্ষণিক রোগ নির্ণয় চালুর দাবি জানিয়েছেন টেকনোলজিস্টরা। তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবমূল্যায়ন করা ও যথাযথভাবে কাজে না লাগানোয় স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্ট পেশাজীবীরা যেমন বৈষম্যের স্বীকার হচ্ছেন, তেমনি সরকারেরও রাজস্ব আদায়ের সুযোগ হাতছাড়া হচ্ছে।
শুক্রবার সকালে চট্টগ্রামের পার্কভিউ অডিটোরিয়াম "মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার গাইডলাইন ও বিদেশে জব লাইসেন্স" শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি মো. তওহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডক্টর জাকির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমটিএফ'র কেন্দ্রীয় সভাপতি আব্দুস সামাদ।
সেমিনারে প্রধান অতিথি বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মূল্যায়ন না করা ও যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্ট পেশাজীবীরা বৈষম্যের স্বীকার হচ্ছে। একই সঙ্গে সরকার রাজস্ব আদায়ের সুযোগ হাতছাড়া করছে। অনতিবিলম্বে পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীত করা, নতুন নিয়োগ চালু করা এবং সার্বক্ষণিক রোগ নির্ণয় সেবা চালু রাখার দাবি জানান তিনি।
এমটিএফ'র সেক্রেটারি জেনারেল মো. সোহেল রানা বলেন, 'দক্ষ জনবলের মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে কাউন্সিল গঠন, মাস্টার্স কোর্স চালু এবং মেডিকেল টেকনোলজি অফিসার পদ সৃষ্টি করে পরীক্ষা-নিরীক্ষার কোয়ালিটি কন্ট্রোল (মান নিয়ন্ত্রণ) নিশ্চিত করা গেলে চিকিৎসা সেবায় সেবার সংখ্যা কয়েকগুণ বাড়বে।'
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান হাওলাদার সোহেল বলেন, 'প্রাইভেট সার্ভিস নীতিমালার অভাব দূর করার মাধ্যমে বেসরকারি খাতে সেবা গ্রহণযোগ্যতা আরও বাড়ানো যাবে।'
আরেক সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম বলেন, 'সরকারি সেবা বিভাগ দুই বেলা চালু রাখা আবশ্যক।'
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিপন সিকদার বলেন, 'নিজেদের জ্ঞানে-কর্মে সক্ষমতা প্রমাণ করতে যেমন চেষ্টা করতে হবে, তেমনি একতাবদ্ধভাবে বৈষম্য দূর করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তাতে অদক্ষ লোকের অপব্যবহার দূর করা এবং ভুল রিপোর্ট রোধ করা যাবে।'
অর্থ সম্পাদক নাজমুল হুদা বলেন, 'নৈতিক মান উন্নয়ন ছাড়া প্যাশেন্ট কেয়ার যথাযথ হবে না।'
বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামেন (এনডিএফ) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. খায়রুল কবির বলেন, 'মেডিকেল টেকনোলজিস্টদের মান উন্নয়ন ও যথাযথ কাজে লাগিয়ে মানসন্মত সেবা নিশ্চিত করা যাবে এবং কয়েকগুণ রাজস্ব আদায় বাড়ানো যাবে। সেইসাথে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় খাতে পরিণত করা সম্ভব।'
আরেক বিশেষ অতিথি ডা. এহসান কবির বলেন, 'বিদেশে জব লাইসেন্সের মাধ্যমে বেকারত্ব দূর করা ও সম্মানজনক জীবিকা অর্জন করতে পারে। টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটিতে ক্যারিয়ার প্লানসহ পর্যাপ্ত শিক্ষক পদ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বহাল রাখা নিশ্চিত করলে মান সম্পন্ন মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করা সম্ভব হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগে একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি শুরু করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জবি শাখা। রোববার শুরু হওয়া এ কর্মসূচি চলবে এক সপ্তাহব্যাপী। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতাকর্মীরা বিভাগের শিক্ষার্থীদের কাছে গিয়ে স্বাক্ষর সং
২২ মিনিট আগে
এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, এরা শিক্ষার্থীদের শিক্ষার্থী হিসেবে মূল্যায়ন করে কিনা তা ভাবতে কষ্ট হয়। যদি শিক্ষার্থী হিসেবে ভাবতেন, আপনার সন্তান হিসেবে ভাবতেন তাহলে আপনারা এই হত্যার বিচার করতেন। এই ১০০ দিন আপনাদের জন্য লজ্জার। একটা হত্যা তো ঠেকাতে পারলেন না এমনকি তা ব
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক আহ্বায়ক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
২ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২৬৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩ ঘণ্টা আগে