গ্লোবাল ফ্যাটি লিভার দিবসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে র‍্যালি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১৮: ৩৭

ফ্যাটি লিভার নিয়ে “নীরব মহামারি”–র ঝুঁকি ঠেকাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমের নেতৃত্বে শিক্ষার্থীদের পাশাপাশি চিকিৎসক ও নার্সরা হাতে হাত মিলিয়ে হাঁটেন।

স্বেচ্ছাসেবকেরা “লিভার বাঁচান, জীবন বাঁচান” স্লোগান সম্বলিত ব্যানার ও পোস্টার বহন করেন, যা ক্যাম্পাস–সংলগ্ন সড়কে সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে।

বিজ্ঞাপন

র‍্যালি শেষে ডি–ব্লকের ১৪ তলা শ্রেণিকক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ।

গত এক দশকে দেশে স্থূলতা ও ডায়াবেটিসের হার বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকি সমানতালে বৃদ্ধি পেয়েছে। শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলতে না পারলে ক্যানসারের মতো জটিলতা অবধারিত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আমরা কী খাই, কীভাবে চলাফেরা করি, আর দৈনন্দিন জীবনে কী অভ্যাস গড়ে তুলি—এই ছোট ছোট বিষয়গুলোর মধ্যেই লুকিয়ে আছে আমাদের সুস্থ ভবিষ্যৎ। গ্লোবাল ফ্যাটি লিভার দিবসের মূল বার্তাও তাই স্পষ্ট—লিভারকে ভালো রাখুন, সুস্থ থাকুন। এখনই সচেতন হোন, আগামীর জীবন বাঁচান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত