আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলতি মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তি

আমার দেশ অনলাইন
চলতি মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তি

চলতি মাস সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একদিনে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৮৪১ জনে। 

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা পাঁচজনের মধ্যে দুজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকিরা ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের বয়স ছিল যথাক্রমে ৬০ বছর (দুজন), ৫০, ৫৫ ও ১২ বছর (বাকি ৩ জন)। মৃতদের মধ্যে তিন নারী ও দুই পুরুষ।

চলতি মাস সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী ভর্তির ঘটনা ঘটেছে। মারা গেছেন ৬৫ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৩৬৫ জন। এর আগে জুলাই মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮৪ এবং মৃত্যু হয়েছিল ৪১ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীর মধ্যে ১৬৭ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ১২৬, ময়মনসিংহ বিভাগে ৩০, চট্টগ্রাম বিভাগে ১০৬, খুলনা বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৩৫, রংপুর বিভাগে পাঁচ এবং বরিশাল বিভাগে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন