আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএমইউতে একাডেমিক সেশনে বক্তারা

ক্যানসার গবেষণায় পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের প্রয়োজন

স্টাফ রিপোর্টার

ক্যানসার গবেষণায় পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের প্রয়োজন

দেশে প্রতিনিয়ত বাড়ছে ক্যানসার। প্রমাণভিত্তিক অত্যাধুনিক চিকিৎসা দিতে ক্যানসার গবেষণায় অগ্রযাত্রাকে আরও গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রয়োজন বলে মত দেন তারা।

বিএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে অনুষ্ঠিত হলো “ফুসফুস ক্যানসার ও স্টেরিওট্যাক্টিক অ্যাবলেটিভ বডি রেডিওথেরাপির (এসএবিআর) প্রমাণভিত্তিক চিকিৎসা পর্যালোচনা" শীর্ষক দু-দিনব্যাপী একাডেমিক সেশনের রোববার (১৬ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বৈজ্ঞানিক এ সেশনে মূল বক্তা হিসেবে যুক্তরাজ্যের সাউথ অ্যান্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালট্যান্ট ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা. রফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বিএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

এ সময় ডা. রফিকুল ইসলাম আন্তর্জাতিক গাইডলাইনভিত্তিক ফুসফুস ক্যানসারের চিকিৎসা, স্টেজিং ও রিস্ক স্ট্রাটিফিকেশন, অত্যাধুনিক এসএবিআর প্রযুক্তি এবং সিস্টেমিক থেরাপির সাম্প্রতিক বৈজ্ঞানিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ডা. রফিকুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন,“এ ধরনের উচ্চমানের বৈজ্ঞানিক সেশন আমাদের রেসিডেন্টদের আন্তর্জাতিক মানের আপডেটেড চিকিৎসা শেখায় এবং হাতে-কলমে আধুনিক ক্যানসার ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করে। আমরা আশা করি তিনি ভবিষ্যতেও বিএমইউ-এর একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকবেন।”

তিনি আরও বলেন,“একজন অনকোলজিস্টের জন্য সবচেয়ে জরুরি হলো আধুনিক প্রমাণভিত্তিক চিকিৎসা, আন্তর্জাতিক গাইডলাইন এবং রেডিওথেরাপি ও সিস্টেমিক থেরাপির সর্বশেষ অগ্রগতির সঙ্গে নিজেকে সবসময় আপডেট রাখা। কারণ আধুনিক ও সঠিক জ্ঞানই রোগীর উৎকৃষ্ট চিকিৎসা নিশ্চিত করতে পারে। এজন্য বিএমইউ’র অধীনে একটি পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা সময়ের দাবি। ভবিষ্যৎ প্রজন্মের অনকোলজিস্ট তৈরি ও ক্যানসার গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এটি অপরিহার্য বলেও জানান এই চিকিৎসক। উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিনিক্যাল অনকোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে এমডি ও এফসিপিএস ক্লিনিক্যাল অনকোলজি রেসিডেন্টরা অংশগ্রহণ করেন। বিএমইউ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, বৈজ্ঞানিক লেকচার সিরিজ ও বিশেষায়িত প্রশিক্ষণ অব্যাহত থাকবে, যা দেশের ক্যানসার চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন