বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪২

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিশ্ব হার্ট দিবস উদযাপন করেছে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল। সোমবার হাসপাতালে এ আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘আপনার হৃদস্পন্দন সচল রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ ক্যাম্পের আয়োজন করা হয় বলে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে আসা দর্শনার্থী, রোগীর স্বজন ও অন্যান্যরা এ ক্যাম্পে তাদের হার্টের অবস্থা সম্পর্কে জানতে পারেন, গ্রহণ করেন বিশেষ সেবা। সকালে আয়োজিত সেমিনারে হৃদরোগ ও প্রতিকারের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ডা. আসিফুদ্দোজা আসিফ। অধিবেশনে চেয়ারম্যান ছিলেন ডা. আবদুজ জাহের।

কো চেয়ারম্যান ছিলেন ডা. এ পি এম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান। প্যানেল অব এক্সপার্ট হিসেবে ছিলেন ডা. আমজাদ হোসাইন, ডা. সমীরন কুমার সাহা, ডা. শংকর নারায়ন দাস, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) ও ডা. নুর মোহাম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ।

ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের নির্বাহী ডিরেক্টর (মার্কেটিং ও কমার্শিয়াল) এস এম নূর হোসাইন, ল্যাবএইড হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চলছে ‘বিশেষ সেবা পক্ষ’। সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। কার্ডিয়াক স্ক্রিনিং প্যাকেজের আওতায় হার্টের অবস্থা সম্পর্কে জানা যাবে, পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত