দৈনন্দিন খুঁটিনাটি কাজে ‘চ্যাটজিপিটি’

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১: ৫৯
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২: ০০

আমাদের প্রতিদিনের বিভিন্ন খুঁটিনাটি কাজে ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি উন্নয়ন প্রতিষ্ঠান ওপেনএআইয়ের চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে এই ‘চ্যাটজিপিটি’। যে কোনো প্রশ্নের উত্তর জানাতে পারে এই চ্যাটবটটি। আর এতে যুক্ত হয়েছে নতুন ফিচার। সম্প্রতি এই চ্যাটবটে যুক্ত হওয়া ‘টাস্কস টুল’-এ উত্তরের সঙ্গে শিডিউল করারও সুযোগ রয়েছে। নতুন এ ফিচার বর্তমানে পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটি প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।

বিজ্ঞাপন

এই টাস্কস টুলের সাহায্যে ইউজাররা নির্দিষ্ট কাজের জন্য রিমাইন্ডার, অ্যালার্ট ও নোটিফিকেশন সেট করতে পারবেন। উদাহরণস্বরূপ লাইব্রেরিতে বই ফেরত দেওয়ার সময় নির্ধারণ, সহকর্মীদের জন্মদিন মনে রাখা বা আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে এর মাধ্যমে।

এক্ষেত্রে চ্যাটজিপিটি শুধু তালিকা তৈরি করতেই নয়, কথোপকথনের ভিত্তিতেও প্রয়োজনীয় বিষয়গুলো স্মরণ করিয়ে দেবে ব্যবহারকারীদের। বলা যায়,কেউ ভ্রমণবিষয়ক পরামর্শ চাইলে এটি তাকে পাসপোর্ট নিতে, পোষা প্রাণীর দেখাশোনার ব্যবস্থা এবং বুক করা এয়ারবিএনবির সমুদ্রের ভিউ আছে কিনা তা চেক করতে মনে করিয়ে দেবে।

ফিচারটি চ্যাটজিপিটির ওয়েব ইন্টারফেসের একটি নির্দিষ্ট টাস্কস বিভাগ থেকে পরিচালিত হবে। এখানে সর্বোচ্চ ১০টি সক্রিয় টাস্ক সেট করা যাবে। সূত্র: দ্য ভার্জ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত