আহমেদ আরিফ
দেশে মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বেশ জনপ্রিয়। যা সচরাচর ওয়াইফাই কানেকশন হিসেবে পরিচিত। কিন্তু, ওয়াইফাই কানেকশন নিরাপদ রাখা নিয়ে মোটেই সচেতন নয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহারকারীরা। বিশেষ করে বাসাবাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের নিরাপত্তা বেশ দুর্বল। প্রিয় পাঠক, চলুন দেখে নিই, কীভাবে আপনার ওয়াইফাই কানেকশনকে নিরাপদ রাখবেন।
* হোম ওয়্যারলেস নেটওয়ার্কের নাম
অধিকাংশ রাউটার নির্মাতা প্রতিষ্ঠান রাউটারের SSID (Service Set Identifier) হিসেবে ব্যবহার করে ব্র্যান্ডনেম এবং মডেলের সঙ্গে মিলিয়ে। এতে করে হ্যাকার, প্রতারক চক্র সহজেই বুঝতে পারে যে, হোম ওয়ারলেস নেটওয়ার্কের জন্য ব্যবহার করা রাউটারটির নিরাপত্তা দুর্বলতা কী। তাই বাসার ওয়াইফাই কাকেনশন নিরাপদ রাখার জন্য পাল্টে ফেলুন হোম ওয়ারলেস নেটওয়ার্কের নাম।
* শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড
ওয়াইফাই পাসওয়ার্ড হিসেবে অনেকেই নিজের নাম, মোবাইল নাম্বার, ডেট অব বার্থ কিংবা ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে। যা মোটেই উচিত নয়। অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাসওয়ার্ড হওয়া উচিত অক্ষর, নাম্বার, সিম্বলের সমন্বয়ে। যেমন #@AmaR7298Desh#@. প্রিয় পাঠক, পাসওয়ার্ডের উদহারণটি বোঝানোর সহজার্থে দেওয়া হয়েছে। তাই এটি কোথাও ব্যবহার থেকে বিরত থাকুন। প্রতি ৩ থেকে ৬ মাস পর পর পাসওয়ার্ড পাল্টে ফেলুন।
* রাউটার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, পাসওয়ার্ড
বাজারে পাওয়া যাওয়া সবগুলো রাউটারের লগইন আইপি, ইউজারনেম, পাসওয়ার্ড কয়েক সেকেন্ডেই গুগলে সার্চ দিয়ে পাওয়া যায়। তাই রাউটার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড বদলে ফেলা বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই রাউটার অ্যাডমিনিস্ট্রেটর ইউজারনেম, পাসওয়ার্ড হিসেবে হোম ওয়ারলেস নেটওয়ার্কের নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করে। যা কোনোভাবেই উচিত নয়। এটি অবশ্যই আলাদা রাখতে হবে যাতে করে কেউ ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট হলেও রাউটারে এক্সেস করতে না পারে।
* এনাবল নেটওয়ার্ক এনক্রিপশন
বেশিরভাগ রাউটারই এনক্রিপশন সাপোর্ট করে। কিন্তু, বেশিরভাগ রাউটারে নেটওয়ার্ক এনক্রিপশন বাই ডিফল্ট ডিজেবল করা থাকে। যা বেশ অনিরাপদ। নেটওয়ার্ক এনক্রিপশনে এনাবল করে WPA3 সিলেক্ট করুন। কারণ, WPA3 লেটেস্ট প্রটোকল ডিজাইনেড। WPA3 অপশন যদি না থাকে তাহলে WPA2 সিলেক্ট করুন।
* রাউটারের সফটওয়ার আপডেট
স্মার্টফোন, ল্যাপটপের মতো রাউটারের সফটওয়ার আপডেটও বেশ গুরুত্বপূর্ণ। রাউটারের সফটওয়ারের ত্রুটিমুক্ত এবং সময়োপযোগী করতে রাউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত সফটওয়ার ও Security Patches আপডেট রিলিজ করে। তাই প্রতি মাসে একবার হলেও দেখুন নতুন কোনো আপডেট আছে কি না। আপডেট থাকলে ইনস্টল করুন।
* রিমোট এক্সেস ডিজেবল
অধিকাংশ রাউটারে রিমোট এক্সেস বাই ডিফল্ট ডিজেবল থাকলেও অনেক রাউটারে রিমোট এক্সেস এনাবল থাকে। রিমোট এক্সেস এনাবল থাকলে হ্যাকাররা নেটওয়ার্কে অ্যাটাক করার সুযোগ পায়। তাই রাউটারের রিমোট এক্সেস ডিজেবল রাখুন সবসময়।
দেশে মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বেশ জনপ্রিয়। যা সচরাচর ওয়াইফাই কানেকশন হিসেবে পরিচিত। কিন্তু, ওয়াইফাই কানেকশন নিরাপদ রাখা নিয়ে মোটেই সচেতন নয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন ব্যবহারকারীরা। বিশেষ করে বাসাবাড়ির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের নিরাপত্তা বেশ দুর্বল। প্রিয় পাঠক, চলুন দেখে নিই, কীভাবে আপনার ওয়াইফাই কানেকশনকে নিরাপদ রাখবেন।
* হোম ওয়্যারলেস নেটওয়ার্কের নাম
অধিকাংশ রাউটার নির্মাতা প্রতিষ্ঠান রাউটারের SSID (Service Set Identifier) হিসেবে ব্যবহার করে ব্র্যান্ডনেম এবং মডেলের সঙ্গে মিলিয়ে। এতে করে হ্যাকার, প্রতারক চক্র সহজেই বুঝতে পারে যে, হোম ওয়ারলেস নেটওয়ার্কের জন্য ব্যবহার করা রাউটারটির নিরাপত্তা দুর্বলতা কী। তাই বাসার ওয়াইফাই কাকেনশন নিরাপদ রাখার জন্য পাল্টে ফেলুন হোম ওয়ারলেস নেটওয়ার্কের নাম।
* শক্তিশালী এবং ইউনিক পাসওয়ার্ড
ওয়াইফাই পাসওয়ার্ড হিসেবে অনেকেই নিজের নাম, মোবাইল নাম্বার, ডেট অব বার্থ কিংবা ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করে। যা মোটেই উচিত নয়। অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাসওয়ার্ড হওয়া উচিত অক্ষর, নাম্বার, সিম্বলের সমন্বয়ে। যেমন #@AmaR7298Desh#@. প্রিয় পাঠক, পাসওয়ার্ডের উদহারণটি বোঝানোর সহজার্থে দেওয়া হয়েছে। তাই এটি কোথাও ব্যবহার থেকে বিরত থাকুন। প্রতি ৩ থেকে ৬ মাস পর পর পাসওয়ার্ড পাল্টে ফেলুন।
* রাউটার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম, পাসওয়ার্ড
বাজারে পাওয়া যাওয়া সবগুলো রাউটারের লগইন আইপি, ইউজারনেম, পাসওয়ার্ড কয়েক সেকেন্ডেই গুগলে সার্চ দিয়ে পাওয়া যায়। তাই রাউটার অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড বদলে ফেলা বেশ গুরুত্বপূর্ণ। অনেকেই রাউটার অ্যাডমিনিস্ট্রেটর ইউজারনেম, পাসওয়ার্ড হিসেবে হোম ওয়ারলেস নেটওয়ার্কের নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড ব্যবহার করে। যা কোনোভাবেই উচিত নয়। এটি অবশ্যই আলাদা রাখতে হবে যাতে করে কেউ ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট হলেও রাউটারে এক্সেস করতে না পারে।
* এনাবল নেটওয়ার্ক এনক্রিপশন
বেশিরভাগ রাউটারই এনক্রিপশন সাপোর্ট করে। কিন্তু, বেশিরভাগ রাউটারে নেটওয়ার্ক এনক্রিপশন বাই ডিফল্ট ডিজেবল করা থাকে। যা বেশ অনিরাপদ। নেটওয়ার্ক এনক্রিপশনে এনাবল করে WPA3 সিলেক্ট করুন। কারণ, WPA3 লেটেস্ট প্রটোকল ডিজাইনেড। WPA3 অপশন যদি না থাকে তাহলে WPA2 সিলেক্ট করুন।
* রাউটারের সফটওয়ার আপডেট
স্মার্টফোন, ল্যাপটপের মতো রাউটারের সফটওয়ার আপডেটও বেশ গুরুত্বপূর্ণ। রাউটারের সফটওয়ারের ত্রুটিমুক্ত এবং সময়োপযোগী করতে রাউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত সফটওয়ার ও Security Patches আপডেট রিলিজ করে। তাই প্রতি মাসে একবার হলেও দেখুন নতুন কোনো আপডেট আছে কি না। আপডেট থাকলে ইনস্টল করুন।
* রিমোট এক্সেস ডিজেবল
অধিকাংশ রাউটারে রিমোট এক্সেস বাই ডিফল্ট ডিজেবল থাকলেও অনেক রাউটারে রিমোট এক্সেস এনাবল থাকে। রিমোট এক্সেস এনাবল থাকলে হ্যাকাররা নেটওয়ার্কে অ্যাটাক করার সুযোগ পায়। তাই রাউটারের রিমোট এক্সেস ডিজেবল রাখুন সবসময়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৬ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে