অ্যাপলের নতুন আপডেট, থাকছে যেসব ফিচার

ফিচার ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪: ০৭

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল অবশেষে উন্মুক্ত করেছে আইওএস ১৮.২ আপডেট। পাবলিক বেটা ও ডেভেলপারস বেটা ভার্সনের পর এবার আইওএস ১৮.২ এর পূর্ণাঙ্গ (ফাইনাল) ভার্সনটি নিয়ে এসেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০-এর প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপলের নতুন এই আপডেটে আইফোন ব্যবহারকারীরা এখন ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্ল্যাটফর্মের নতুন আরও কিছু এআই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। তবে নতুন এই ফিচারগুলো ব্যবহারের জন্য ফোনের সেটিংস সফ্টওয়্যার আপডেট থেকে আইওএস ১৮.২ ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

এদিকে অ্যাপল জানিয়েছে, প্রাথমিক আইওএস ১৮ আপডেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমস্ত আইফোন মডেলই নতুন আইওএস ১৮.২ আপডেট ডাউনলোডের যোগ্য। তবে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলো শুধু আইফোন ১৬ লাইনআপ, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্সের জন্য সীমাবদ্ধ।

নতুন যেসব ফিচার থাকছে

১. ইমেজ প্লেগ্রাউন্ড

খুবই মজার একটি ফিচার হচ্ছে ইমেজ প্লেগ্রাউন্ড। এর মাধ্যমে এআই সক্ষমতাকে কাজে লাগিয়ে তৈরি করা যাবে বিভিন্ন চিত্র, অ্যানিমেশন ও স্কেচ। শুধুমাত্র টেক্সট লিখে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনটি ভিন্ন স্টাইলে- অ্যানিমেশন, স্কেচ ও ইলাসট্রেশন- তৈরি করা যাবে মনের মতো ছবি বা ইমেজ। অর্থাৎ প্রম্পট লিখেই জেনারেট করা যাবে ছবি, যেমনটা পিক্সেল ৯ ফোনে পিক্সেল স্টুডিও ব্যবহার করে করা যাবে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন

২. জেনমোজি

ইমোজি জেনারেট করার ফিচার হচ্ছে জেনমোজি। ডিভাইসে আইওএস ১৮.২ ইন্সটল করে ব্যবহারকারীরা জেনমোজি ফিচারটির কল্যাণে নিজেদের ইচ্ছেমতো ইমোজি তৈরি করে নিতে পারবেন। আপনি কেমন ইমোজি চাচ্ছেন সেটা লিখে দিলেই তৈরি হয়ে যাবে ইমোজি, যেটা আপনি ডিভাইসের বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারবেন।

৩. মেইল অ্যাপ ডিজাইন

মেইল অ্যাপে নতুন ডিজাইন দেখা যাবে আইওএস ১৮.২ আপডেটের কল্যাণে। মেইল অ্যাপে বিভিন্ন ক্যাটাগরি’তে (প্রাইমারি, ট্রানজ্যাকশনস, আপডেটস ও প্রোমোশনস) সাজিয়ে রাখা যাবে ইনবক্সে আসা মেইলগুলো। মেইল ক্যাটাগরাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোকে প্রাধান্য দিতে সাহায্য করবে।

৪. ইমেজ ওয়্যান্ড

সাধারণ টেক্সট ও স্কেচ থেকে মুহূর্তেই ছবি তৈরির সুযোগ নিয়ে এসেছে ইমেজ ওয়ান্ড। নোটস অ্যাপের এই ফিচারটিও অ্যাক্সেস করা যাবে আইওএস ১৮.২ এর ফাইনাল ভার্সনে।

৫. একাধিক ভাষা ব্যবহারের সুযোগ

একাধিক ভাষার পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্থানীয় ইংরেজিতেও ব্যবহার করা যাবে আইওএস-ভিত্তিক ডিভাইসগুলো। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ও ইউকে'র ইংরেজি ভাষার সামর্থন পাওয়া যাবে নতুন আইওএস আপডেটে।

৬. ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স

অ্যাপল ইন্টেলিজেন্সের আরেকটি আকর্ষণীয় এআই ফিচার হচ্ছে ‘ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স’। এই ফিচারটি ছবি থেকেই বিভিন্ন টেক্সট, ফোন নাম্বার, অ্যাড্রেস ইত্যাদি রিড করতে পারবে। এছাড়া বিভিন্ন তথ্য কপি ও সামারাইজ করার সুবিধাও থাকবে এই ফিচারে। উল্লেখ্য, শুধু আইফোন ১৬ সিরিজের ফোনেই রয়েছে এই ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ফিচারটি।

৭- ক্যামেরা কনট্রোল

আইফোন ১৬ সিরিজের ক্যামেরা কনট্রোল ফাংশনে নতুন ফিচার এসেছে আইওএস ১৮.২ এর কল্যাণে। ভিজ্যুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই ফিচার ব্যবহার করে কোনো বস্তুর ওপর ক্যামেরা ওপেন করে ধরলে সেই বস্তুর সম্পর্কে বিভিন্ন তথ্য দেবে। সেই সঙ্গে আরও বিস্তারিত জানানোর জন্য গুগল সার্চ ও চ্যাটজিপিটি ব্যবেহার করার অনুমতি দেবে।

৮- ডিজিটাল অ্যাসিসট্যান্ট সিরি’তে আসছে চ্যাটজিপিটি

জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির সাপোর্ট আইফোনে আসতে যাচ্ছে বলে অ্যাপল ঘোষণা দেয় গত জুনে অনুষ্ঠিত তাদের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে। ইতোমধ্যেই আইওএস ১৮.২ বেটা ভার্সনে দেখা গেছে চ্যাটজিপিটি’র সাপোর্ট। অ্যাপলের ডিজিটাল অ্যাসিসট্যান্ট সিরি এখন সরাসরি কথা বলতে পারছে চ্যাটজিপিটির সঙ্গে। বিভিন্ন প্রশ্ন করে পাচ্ছে বুদ্ধিদীপ্ত উত্তর-ও। এমনকি পর্দায় দেখানো কোনো ছবি সম্পর্কে জানতে চাইলেও বিস্তারিত তথ্য জানাচ্ছে চ্যাটজিপিটি। ১৮.২-এর ফাইনাল ভার্সনে পরিপূর্ণভাবে চ্যাটজিপিটি অ্যাক্সেস করতে পারে সিরি।

বিষয়:

অ্যাপল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত