আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামলার ঘটনা প্রভাব ফেলেনি মেলায়, নিরাপত্তা জোরদার

এমরানা আহমেদ
হামলার ঘটনা প্রভাব ফেলেনি মেলায়, নিরাপত্তা জোরদার

অমর একুশে বইমেলায় গত সোমবার একটি বুক স্টলকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার বইমেলায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়নি। বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য মেলার নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে।

মেলায় পাঠক ও দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। আমার দেশ’র সঙ্গে আলাপচারিতায় প্রকাশক, পাঠকরা জানালেন, সব্যসাচী নামের স্টলটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে মেলায় কোনো প্রভাব পড়েনি বা পড়বে না। একাধিক পাঠক অনেকটা উচ্ছ্বাসের সঙ্গেই জানালেন, আমরা মেলায় আসব, এটা আমাদের প্রাণের মেলা। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর অপচেষ্টা আমাদের কোনোভাবেই মেলায় আসা থেকে বিরত রাখতে পারবে না।

বিজ্ঞাপন

তবে, কেউ কেউ বলছেন এ ধরনের ঘটনা মেলার ভাবমূর্তি এবং শৃঙ্খলা ভঙ্গ করে। এতে মেলার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। স্টল মালিকরা জানায়, ‍বিভিন্ন বয়সি পাঠকের চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিনই মেলায় আসছে নতুন নতুন বই। পাঠকরা তাদের পছন্দের বই কিনছেন। বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের বিক্রয়কর্মীদের পাঠকদের বই দেখাতে এবং তাদের কাছে বই বিক্রি করতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

গতকাল ছিল মেলার ১১তম দিন। ৯১টি নতুন বই জমা পড়ে। দশম দিন জমা পড়া বইয়ের সংখ্যা ছিল ৮৪টি। গত ১১ দিনে মোট জমা পড়া নতুন বইয়ের সংখ্যা ৮২৮টি।

সাহিত্য দেশে পাঠক চাহিদার শীর্ষে রয়েছে মাহমুদ আল ফাহাদের ‘স্ট্রাগল কোম্পানী টু স্ট্যাবল কোম্পানী’ সাজ্জাদুর রহমানের ‘ব্র্যান্ড কারিগর’ তানজিন নোমানের ‘দুই অক্ষরের দুঃখ’ মেসবাহ য়াবাদের ‘২৪-এ বাংলাদেশ ও একটি অনির্বায অধিবেশনের ডাক’ গিয়াস আহমেদের ‘হ্যালো ভালো আছো’, মোর্শেদার ‘ফিলোয়ার’ এবং অর্চির লেখা ‘ঐশি রহস্য’ বইটি পাঠকরা বেশি কিনছেন।

বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত লেখক ও দেশের প্রথিতযশা লেখকদের নিয়ে লেখা কবিতাগুলো নিয়ে নবসাহিত্য একটি কবিতার বই বের করেছে। এটি সব বয়সি পাঠক কিনছেন বলে জানান মুহাম্মদ শামসুল হক বাবু। তার লেখা ‘দেবীরুমা প্রিয়তমা’ বইটিও পাঠকরা কিনছেন। কাব্যনাট্য সংকলন পারভেজ শিশিরের ‘নিখোঁজ পাঁজর’ বইটিও ভালো চলছে।

বাতিঘর প্যাভিলিয়নে পাঠকদের ভিড় দেখা গেল। এখান বিক্রয়কর্মী ছানাউল্লাহ জানান, তাদের স্টলে বদরুল আল খানের ‘রুশ-ইউক্রেন যুদ্ধ : সত্য-মিথ্যার লড়াই’ বইটি বেশি চলছে। রিনভী তুষারের অনুবাদ করা ‘ছয় গ্লাসে পৃথিবীর ইতিহাস : টম স্ট্যান্ডেজ’ বইটিও চলছে। আলভী আহমেদের উপন্যাস ‘অল-ইন’, কিযী তাহ্‌নিনের ‘চনর্কি’, শাহীন আখতারের ছোটগল্প গ্রন্থ ‘মানচিত্র’, বিমল মুখার্জীর ভ্রমণবিষয়ক বই ‘দু’চাকায় দুনিয়া’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিতা’ মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ ও ‘দিবারাত্রির কাব্য’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ রবীন্দ্রনাথের ‘গোরা’ বইগুলোর সব বয়সি ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে। চৈতন্যর স্টলে বাদল সৈয়দের সাধুঙ্ক প্রথম ও দ্বিতীয় পর্ব বই দু’টি ভালো চলছে। ‘কবি সঞ্জয় বিরচিত মহাভারত’ বইটিও পাঠকরা কিনছেন।

কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

বইমেলায় একটি স্টলে বাগ্‌বিতণ্ডা-হট্টগোলের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

তদন্ত কমিটি গঠন

বইমেলায় ‘সব্যসাচী’ স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে সোমবারের বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা আমার দেশকে বলেন, এ ঘটনায় বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

গত সোমবার সন্ধ্যায় ‘সব্যসাচী’ স্টলে ওই হট্টগোলের ঘটনা ঘটে। পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ। গতকাল স্টলটি বন্ধ দেখা যায়। বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান আমার দেশকে বলেন, বাংলা একাডেমি স্টল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি। আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ আপাতত স্টল বন্ধ করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্টলের বিষয়ে সিদ্ধান্ত নেবে একাডেমি। ওই স্টলে হট্টগোল হওয়ার আগে স্টলটির বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগের দিন রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন