সৌন্দর্য বাড়াবে গাজর

পারভীন আক্তার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৫

গাজরে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে অতুলনীয়। বেটা ক্যারোটিন নামক প্রয়োজনীয় উপাদান রয়েছে গাজরে, যা ত্বকের মরা কোষ দূর করে, আর্দ্রতা ধরে রাখে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। নিয়মিত গাজরের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, পাশাপাশি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়। রোদে পোড়া দাগ দূর করতেও গাজরের জুড়ি নেই। তাই ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে নিয়মিত গাজরের রস ব্যবহার করুন। জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন গাজরের ফেসপ্যাক। একনজরে চোখ বুলিয়ে নিন।

ত্বক উজ্জ্বল করার প্যাক

বিজ্ঞাপন

প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ ও এক টেবিল চামচ গাজরের রস নিন। এবার একটি কাঁটাচামচ দিয়ে ভালো করে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার এই প্যাক পাতলা করে মুখে ও গলায় লাগান।

আধা ঘণ্টা অপেক্ষা করুন। এবার হালকা পানি লাগিয়ে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে এই প্যাক সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন।

ত্বক উজ্জ্বল করতে

গাজর পেস্ট করে মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই ফেসপ্যাক ব্যবহার করলে ত্বক হবে কোমল ও উজ্জ্বল।

রোদে পোড়া দাগ দূর হবে

এক টেবিল চামচ গাজরের রসের সঙ্গে এক টেবিল চামচ ডিমের সাদা অংশ ও এক টেবিল চামচ দই মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুবার ব্যবহার করলে ধীরে ধীরে দূর হবে রোদে পোড়া কালচে দাগ।

রোদে পোড়া দাগ দূর করার প্যাক

প্রথমে একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে এর মধ্যে এক চা চামচ মধু, এক চা চামচ গাজরের রস ও এক চা চামচ টকদই মেশান। এবার একটি কাঁটাচামচ দিয়ে উপাদানগুলো ভালো করে মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও গলায় লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের যত্নে

শুষ্ক ত্বকের মতো তৈলাক্ত ত্বকের বিশেষ যত্নের ক্ষেত্রে গাজর খুব ভালো কাজ করতে পারে। কারণ গাজরের ‘ভিটামিন এ’ ত্বকের অতিরিক্ত তেল বের করে দিয়ে একে সতেজ ও টক্সিনমুক্ত রাখে। তৈলাক্ততা দূর করতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন একটি ফেস মাস্ক।

এই ফেসপ্যাকটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে সজীব ও ব্রণমুক্ত রাখবে ত্বক। ৩ টেবিল চামচ গাজরের রসের সঙ্গে ১ টেবিল চামচ বাটার মিল্ক, ২ টেবিল চামচ বেসন ও ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ৩০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য

জিন, হরমোন ও পরিবেশগত—এই তিন কারণে মূলত ত্বক শুষ্ক হয়ে থাকে। শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য গাজর একটি আদর্শ রূপচর্চার উপাদান। পটাশিয়ামসমৃদ্ধ গাজর ত্বকের গভীরে প্রবেশ করে একে ভেতর থেকে আর্দ্র করে। এজন্য একটি সহজ ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। একটি গাজরের অর্ধেক ভালো করে পানি দিয়ে পেস্ট করে নিন। এতে এক চামচ দুধ ও এক চামচ মধু মেশান। মাস্কটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন লাগালে ত্বকের শুষ্কতা অনেকখানি কমে আসবে।

গাজরে চুল তাজা

চুলের সমস্যা সমাধানেও গাজর কার্যকর। এর ভিটামিন আর খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে। গাজরের ভিটামিন ‘এ’ এবং ‘ই’ মাথার তালুতে রক্তসঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতেও সহায়তা করে। এজন্য চুলে লাগাতে পারেন গাজরের তেল। বানানোও সহজ। গ্রেট করা গাজর দেড় কাপ জলপাই তেলে মিশিয়ে এক সপ্তাহ ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখতে হবে। পরে ছেঁকে পরিষ্কার পাত্রে আলাদা করে রেখে দিলে অনেক দিন ধরে এটি ব্যবহার করা যাবে।

চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে

ত্বকের মতো চুলের সমস্যা সমাধানে গাজর বেশ কার্যকর। এতে থাকা ভিটামিন আর খনিজ উপাদান চুলের গোড়া মজবুত করে। আর গাজরের ভিটামিন ‘এ’ এবং ‘ই’ মাথার তালুর রক্তসঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সহায়তা করে। এজন্য চুলে লাগাতে পারেন গাজরের তেল। বানানো খুবই সহজ। দুটি ছোট সাইজের গাজর গ্রেটার দিয়ে কুচি করে কেটে দেড় কাপ জলপাই তেলের সঙ্গে মিশিয়ে এক সপ্তাহ ঠান্ডা ও অন্ধকার জায়গায় রেখে দিলেই হবে। এই কদিনে তেলের রঙ হবে গাজরের মতোই উজ্জ্বল কমলা। ছেঁকে নিয়ে পরিষ্কার পাত্রে আলাদা করে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন এই তেল। এছাড়া মাথার তালুতে গোসলের আধা ঘণ্টা আগে গাজরের রস লাগাতে পারেন। এতে চুল হবে সুন্দর ও ঝলমলে।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত