‘নিজের দেশে আপন অস্তিত্ব রক্ষার লড়াই’

রুশিতা রূপন্তী
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১১: ৫৮

‘আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের জন্য এবং পরে দেখা গেল সেই ছাত্রদেরই পেটানো হচ্ছে। ধৈর্যের সীমা অতিক্রম হয় ১৬ তারিখ। একজন এসে বুক চিতিয়ে দিল আর আপনি গুলি করে দিলেন? এটা দেখার পর সুস্থ মস্তিষ্কের মানুষ অন্তত ঘরে বসে থাকবে না।’ আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তায় থাকা সাহসী নারী শায়লা ইসলাম বীথি এভাবেই শোনাচ্ছিলেন তার আন্দোলনে অংশগ্রহণ করার গল্প।

বিজ্ঞাপন

আন্দোলনে অংশগ্রহণ করার অনুপ্রেরণার কথা বলতে গিয়ে শায়লা ফিরে যান তার কলেজজীবনের স্মৃতিতে। তিনি বলেন, ‘২০১২ বা ১৩ সালে, কলেজের সামনে হওয়া একটা দুর্ঘটনার কারণে দাবি তুলে ২৪ ঘণ্টার মধ্যে দুটো স্পিড ব্রেকার তৈরি করিয়েছিলাম। আর যেখানে নিরপরাধ মানুষকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, তখন তো চুপ করে বসে থাকা যায় না। তা ছাড়া বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে ভ্যাট আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনেও সক্রিয়তা ছিল আমার। আমি অন্যায় সহ্য করতে পারি না, তাই থাকি। পরেও থাকব।’

আন্দোলনের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে শায়লা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আন্দোলনের সবচেয়ে ইতিবাচক ব্যাপার ছিল, একদম অপরিচিত মানুষটাকেও খুব পরিচিত লাগে। পাশের মানুষটাকে চিনি না, কিন্তু সে প্রয়োজনে আমার হাতটা শক্ত করে ধরছে। আমার সঙ্গে স্লোগান দিচ্ছে, আমার জন্য পানির বোতল এগিয়ে দিচ্ছে। আন্দোলনের একদম শেষের দিকে দেশের ভয়াবহ অবস্থা। চার আগস্ট, শহীদ মিনার থেকে চারজন শহীদকে সঙ্গে নিয়ে আমরা শাহবাগের দিকে এগিয়ে আসছিলাম। স্পষ্ট মনে আছে, আমার ডান হাতটা যে আপুটা ধরেছিল, তাকে আমি চিনি না। কিন্তু সেই হাত ধরার যে শক্তি, সেটা ভাষায় লিখে প্রকাশ করা যাবে না। আমাদের ওপর গুলি করা হয়। পুরো আন্দোলনে আমার পাশে থাকা বন্ধু তুষারকে তখন হারিয়ে ফেলি কয়েক ঘণ্টার জন্য। আমাকে সেই টালমাটাল সময় যে বা যারা পাশে রেখেছিল, তাদেরও আমি চিনি না। এই ভরসার হাতগুলোই তো এনে দিয়েছে আমাদের নতুন বাংলাদেশ।’

তীব্র মনোবেদনা নিয়ে তিনি বলেন, ‘আন্দোলনের মোটিভটাই হঠাৎ কেমন বদলে গেল। একটা অধিকার আদায়ের দাবি থেকে হয়ে গেল নিজের দেশে আপন অস্তিত্ব রক্ষার লড়াই। নিজের দেশে দাঁড়িয়ে নিজের দেশের মানুষের সঙ্গেই লড়তে হচ্ছে। আমাদের সরকার আমাদেরই গুলি করে মেরে ফেলছে। এটা খুব দুঃখজনক ব্যাপার ছিল।’

অন্য অনেকের মতো শায়লারও সম্পূর্ণ পারিবারিক সমর্থন ছিল না। যেহেতু তার বাবা-মা পূর্ব অভিজ্ঞতা থেকেই জানতেন, তাদের মেয়ে ঘরে বসে থাকবে না, আন্দোলনের মাঠে সে যাবেই, তখন তাদের একটাই কথা ছিল ‘সম্ভব হলে সাবধানে থেকো, ঘরে ফিরে এসে আমাদের জানিও’।

শায়লা আরো বলেন, ‘৫ তারিখের ঘটনায় মন এখনো কেঁদে ওঠে। এত দিনের রোদে পোড়া, ঘাম-রক্ত এক করা শরীর নিয়ে বাসায় ফেরাটা কিন্তু আমাদের জন্য সুখকর ছিল না। গণভবন ভাঙচুর, মানুষের লুটপাট এই জিনিসগুলো খুব হতাশ করেছে। কিছু মানুষ বুঝে করেছে, কিছু মানুষ না বুঝে করেছে। তবে দেশের এই নবজন্মের পর অনেক মানুষ রাজনীতিসচেতন হচ্ছেন কিংবা হয়েছেন। অন্যদিকে কিছু মানুষ ধৈর্যহারা। ভারসাম্য আসতে একটু সময় লাগবে। আমরা যে ধৈর্যহারা হয়ে যাই, সরকার পতন হয়েছে, নতুন সরকার এসে দুদিনের ভেতর সবকিছু পরিবর্তন করে ফেলবে, সব গুছিয়ে ফেলবে, এই ধারণাটা ঠিক নয়। কোনো কিছু গোছানোর জন্য সময়ের প্রয়োজন। যাদের হাতে সাজানো গোছানোর সুযোগ দেওয়া হয়েছে, তাদের সময়টাও দেওয়া উচিত।’

যেকোনো আন্দোলনে পুরুষের মতো অনেক নারীরও অংশগ্রহণ বা অবদান থাকে, নারীরাও নেতৃত্ব দেন। নারীর এই নেতৃত্বকে সমাজ কীভাবে দেখে বলে মনে করেন? এই প্রশ্নের উত্তরে শায়লা বলেন, ‘আমি নারী-পুরুষকে আলাদাভাবে দেখি না। আমি সবাইকে মানুষ হিসেবে দেখি এবং মনে করি, প্রতিটি মানুষের খুব শক্তিশালী মনোভাব থাকা উচিত, যেকোনো পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। আমার মনে হয়, যৌথ আলোচনা এবং সমঝোতার মধ্যে পরিচালিত পরিবারে বেড়ে উঠলে নারী নেতৃত্ব গ্রহণ করাটা আমাদের কাছে সহজ ও স্বাভাবিক হবে।’

নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে শায়লা বলেন, ‘সুজলা সুফলা শস্য-শ্যামলা সেই বাংলাদেশকে ফিরে পেতে চাই। এ দেশে মানুষের একসঙ্গে কাজ করার মনোভাব চাই। দাঙ্গা-হাঙ্গামার পরিবর্তে সমঝোতা, আলোচনা, ঐক্যবোধ এবং একসঙ্গে দেশ গড়ার প্রচেষ্টা এটুকুই প্রত্যাশা।’

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত