মোস্তাফিজুর রহমান
শিক্ষকতার চাকরি ছেড়ে ব্যবসায় সফল ভৈরবের এক অদম্য নারী উদ্যোক্তা তাজমিনা। তিনি শুধু নিজেই সফল হননি, কর্মসংস্থান তৈরি করেছেন আর ১৫/২০ জন নারীর। তার এই সফলতায় তিনি এখন ভৈরবসহ আশেপাশের এলাকার হাজারও নারী উদ্যোক্তার আইডল।
তাজমিনা এমন একজন আত্মপ্রত্যায়ী নারী উদ্যোক্তা, যিনি শূন্য থেকে শুরু করে শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে সফল হয়েছেন। তাজমিনা ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষক। পড়াতেন ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকতার মতো মহান পেশা, সন্তান-স্বামী সংসার নিয়ে দিনগুলি ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু জীবনের ছন্দপতন ঘটলো মহামারি করোনার জন্য।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কর্মস্থল। একঘেয়ে দিন কাটতে লাগলো। একপর্যায়ে তিনি অনলাইন ব্যবসায়ের কথা ভাবলেন। ২০২০ সালের অক্টোবর মাসে শুরু করলেন হিজাবের ব্যবসা। পেইজের নাম দেন “হিজাবায়া।” ব্যস, সেখান থেকেই শুরু।
তাজমিনা জানান, শুরুতে তিনি অল্প পুঁজি নিয়ে স্বল্প পরিসরে ব্যবসাটি শুরু করেন। নিজস্ব পেইজ থেকে পরিচিতজনদের নক করতে থাকেন। যোগ হতে থাকেন ছোট ছোট আঞ্চলিক গ্রুপগুলিতে। এমন করেই পরিচিতি এবং বিক্রি বাড়তে থাকে। ব্যবসার সফলতার বার্তা পেয়ে স্থায়ীভাবে ছেড়ে দেন শিক্ষকতা।
“আমি নারী, আমিও পারি” এই প্রত্যয় বুকে ধারণ করে শ্রম দিতে থাকেন। অল্প কিছু দিনের মধ্যেই ভৈরব ও নরসিংদীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে তার অনলাইন ব্যবসার পরিধি বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে বর্তমানে তার মাসিক বিক্রি ৫ থেকে ৬ লাখ টাকা!
তিনি বলেন, ‘আমি একজন উচ্চশিক্ষিত নারী। তাই প্রথমে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলাম। যদি এই পেশায় থেকে যেতাম, কত সেলারি পেতাম? এরচেয়ে এখন অনেক ভালো করছি। বর্তমানে অনলাইনের পাশাপাশি অফলাইন ব্যবসাও শুরু করেছি।
নরসিংদীতে বিক্রি বেশি হওয়ায়, সেখানে একটি শো-রুম করেছি। অল্প কিছু দিনের মধ্যে ভৈরবেও আরও একটি শো-রুম করার পরিকল্পনা আছে। বর্তমানে অনলাইন, অফলাইন ও কারখানায় মোট ১৫ জনের কাজের সংস্থান তৈরি হয়েছে।’
তাজমিনার আগামীর পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার এই হিজাবায়াকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডে রূপান্তরিত করতে চাই। কারখানাটির পরিসরও ধীরে ধীরে বড় করবো। দেশের বিভিন্ন এলাকায় আমার আউটলেট থাকবে। হাজারও নারী-পুরুষের নিরাপদ কাজের পরিবেশ তৈরি হবে।’
তিনি উদ্যোক্তা হতে ইচ্ছুক এমন নারীদের উদ্দেশ্যে বলেন, ‘নিজেকে সফল করতে হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। আর সাহস করে শুরু করতে হবে, আপনি যেটা পারেন।’
শিক্ষকতার চাকরি ছেড়ে ব্যবসায় সফল ভৈরবের এক অদম্য নারী উদ্যোক্তা তাজমিনা। তিনি শুধু নিজেই সফল হননি, কর্মসংস্থান তৈরি করেছেন আর ১৫/২০ জন নারীর। তার এই সফলতায় তিনি এখন ভৈরবসহ আশেপাশের এলাকার হাজারও নারী উদ্যোক্তার আইডল।
তাজমিনা এমন একজন আত্মপ্রত্যায়ী নারী উদ্যোক্তা, যিনি শূন্য থেকে শুরু করে শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করে সফল হয়েছেন। তাজমিনা ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষক। পড়াতেন ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে। শিক্ষকতার মতো মহান পেশা, সন্তান-স্বামী সংসার নিয়ে দিনগুলি ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু জীবনের ছন্দপতন ঘটলো মহামারি করোনার জন্য।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কর্মস্থল। একঘেয়ে দিন কাটতে লাগলো। একপর্যায়ে তিনি অনলাইন ব্যবসায়ের কথা ভাবলেন। ২০২০ সালের অক্টোবর মাসে শুরু করলেন হিজাবের ব্যবসা। পেইজের নাম দেন “হিজাবায়া।” ব্যস, সেখান থেকেই শুরু।
তাজমিনা জানান, শুরুতে তিনি অল্প পুঁজি নিয়ে স্বল্প পরিসরে ব্যবসাটি শুরু করেন। নিজস্ব পেইজ থেকে পরিচিতজনদের নক করতে থাকেন। যোগ হতে থাকেন ছোট ছোট আঞ্চলিক গ্রুপগুলিতে। এমন করেই পরিচিতি এবং বিক্রি বাড়তে থাকে। ব্যবসার সফলতার বার্তা পেয়ে স্থায়ীভাবে ছেড়ে দেন শিক্ষকতা।
“আমি নারী, আমিও পারি” এই প্রত্যয় বুকে ধারণ করে শ্রম দিতে থাকেন। অল্প কিছু দিনের মধ্যেই ভৈরব ও নরসিংদীসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলে তার অনলাইন ব্যবসার পরিধি বৃদ্ধি পেতে থাকে। ফলশ্রুতিতে বর্তমানে তার মাসিক বিক্রি ৫ থেকে ৬ লাখ টাকা!
তিনি বলেন, ‘আমি একজন উচ্চশিক্ষিত নারী। তাই প্রথমে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলাম। যদি এই পেশায় থেকে যেতাম, কত সেলারি পেতাম? এরচেয়ে এখন অনেক ভালো করছি। বর্তমানে অনলাইনের পাশাপাশি অফলাইন ব্যবসাও শুরু করেছি।
নরসিংদীতে বিক্রি বেশি হওয়ায়, সেখানে একটি শো-রুম করেছি। অল্প কিছু দিনের মধ্যে ভৈরবেও আরও একটি শো-রুম করার পরিকল্পনা আছে। বর্তমানে অনলাইন, অফলাইন ও কারখানায় মোট ১৫ জনের কাজের সংস্থান তৈরি হয়েছে।’
তাজমিনার আগামীর পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার এই হিজাবায়াকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডে রূপান্তরিত করতে চাই। কারখানাটির পরিসরও ধীরে ধীরে বড় করবো। দেশের বিভিন্ন এলাকায় আমার আউটলেট থাকবে। হাজারও নারী-পুরুষের নিরাপদ কাজের পরিবেশ তৈরি হবে।’
তিনি উদ্যোক্তা হতে ইচ্ছুক এমন নারীদের উদ্দেশ্যে বলেন, ‘নিজেকে সফল করতে হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। আর সাহস করে শুরু করতে হবে, আপনি যেটা পারেন।’
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
২ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৪ ঘণ্টা আগে