আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলোশিপের তথ্য

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলোশিপের তথ্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় BAU-PhD ফেলোশিপ প্রদান করবে। যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনের নির্ধারিত ফরম কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়ে রেজিস্ট্রারের শিক্ষাবিষয়ক শাখা ও www.bou.edu.bd.casr ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

ভর্তির যোগ্যতা

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তির জন্য নিচের যোগ্যতা থাকতে হবে।

BSc (Hons)/DVM ও MS ডিগ্রি উভয় ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ৩.৪ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর।

  • প্রতিটি নির্বাচিত ফেলোকে মাসিক ফেলোশিপ বাবদ ৪০ হাজার টাকা দেওয়া হবে।

বিধি অনুযায়ী, রিসার্চ ফান্ড, ভর্তি ফি, সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্সে অংশগ্রহণ, পাবলিকেশন চার্জ ও ডিস্যারটেশন গ্র্যান্ট BAU-PhD ফেলোশিপ কেন্দ্রীয় তহবিল থেকে দেওয়া হবে।

  • প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৯.০১.২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে অফিস চলাকালে জমা দিতে হবে।

আবেদনপত্রের একটি Soft copy coordinator.casr@bau.edu.bd-তে ই-মেইলে পাঠাতে হবে।

বিস্তারিত তথ্য জানতে: www.bau.edu.bd

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আগামী ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষায়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০ টাকা আবেদন করা কলেজে (কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) আগামী ২ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকায় বিবৃত সব শর্ত মেনে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ভর্তি কার্যক্রমে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ১০০টি প্রশ্নের উত্তর এক ঘণ্টার মধ্যে দিতে হবে।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ৪০ শতাংশ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ৬০ শতাংশ যোগ করে।

সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

বৃত্তি-সংক্রান্ত তথ্য

ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়

ব্রুনাইয়ের দারুসসালাম বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ-সুবিধা দেয়। বিনা খরচে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়টি। ইউবিডি গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের (ইউজিআরএস) আওতায় শিক্ষার্থীরা এই বৃত্তি পান। বাংলাদেশের শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ থাকে এ বৃত্তি পাওয়ার ক্ষেত্রে।

দারুসসালাম বিশ্ববিদ্যালয় ১৯৮৫ সালে ব্রুনাইয়ের বন্দর সেরি বেগাওয়ানে যাত্রা শুরু করে। দেশটির অন্যতম সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়টি গবেষণার মানে বিশ্বে কিউএস র‍্যাংকিংয়ে বর্তমানে ৩২৩তম স্থানে আছে।

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি মওকুফ
  • প্রতি মাসে শিক্ষার্থীদের ৫০০ ব্রুনাই ডলার
  • ক্যাম্পাসে বিনা খরচে আবাসন সুবিধা
  • বিমানে যাতায়াতের খরচ
  • গবেষণা ভাতা
  • বইয়ের জন্য বার্ষিক ভাতা

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

https://ubd.edu.bn/admission/graduate/graduate-fees-

funding/ugrs/

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন