আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

খন্দকার হাসান মাহমুদ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
প্রতীকী ছবি

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা : প্রথম পত্র

অধ্যায় : ২ (ব্যবসায় পরিবেশ)

বিজ্ঞাপন

বহুনির্বাচনি প্রশ্ন :

১. কোনো স্থানের ব্যবসায়-বাণিজ্য গড়ে ওঠেÑ

ক. সংস্কৃতির ভিত্তিতে

খ. ব্যবসায়িক পরিবেশের ভিত্তিতে

গ. শিক্ষাব্যবস্থার ভিত্তিতে

ঘ. শিল্প-সাহিত্যের ভিত্তিতে

২. আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্গত?

ক. সামাজিক

খ. আইনগত

গ. রাজনৈতিক

ঘ. অর্থনৈতিক

৩. বাংলাদেশে পাটশিল্প গড়ে ওঠার পেছনে পরিবেশের কোন ধরনের

উপাদানের প্রভাব সবচেয়ে বেশি?

ক. রাজনৈতিক

খ. অর্থনৈতিক

গ. সামাজিক

ঘ. প্রাকৃতিক

৪. একটি দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হলোÑ

র. মুদ্রা ও রাজস্বনীতি

রর. দক্ষ উদ্যোক্তা

ররর. অর্থ ও ঋণব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মিন্টু একজন ব্যবসায়ী। ব্যবসায় থেকে সে ভালোই মুনাফা অর্জন করছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে প্রয়োজনীয় ব্যাংক সুবিধা না পাওয়ায় পণ্য আমদানি নিয়ে সে বেশ চিন্তিত।

৫. মিন্টু সাহেবের ব্যবসায়ে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে?

ক. সামাজিক

খ. অর্থনৈতিক

গ. প্রাকৃতিক

ঘ. আন্তর্জাতিক

৬. মি. মিন্টুর আমদানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ ব্যাংক সহায়তা হলোÑ

র. প্রত্যয়পত্র খোলা

রর. বৈদেশিক মুদ্রা সংগ্রহ

ররর. মুদ্রা ও রাজস্বনীতি প্রণয়ন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

৭. শিক্ষা কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. অর্থনৈতিক

খ. আইনগত

গ. রাজনৈতিক

ঘ. সামাজিক

৮. সমাজের মানুষ মিথ্যা বলা ও অন্যকে ঠকানো গর্হিত কাজ বলে মনে করে। এগুলো কোন পরিবেশের ইঙ্গিত বহন করে?

ক. সাংস্কৃতিক

খ. প্রাকৃতিক

গ. রাজনৈতিক

ঘ. অর্থনৈতিক

৯. কোন পরিবেশের কারণে তুরস্কে ব্যাপকভাবে মদশিল্প গড়ে ওঠেনি?

ক. ভৌগোলিক

খ. ধর্মীয়

গ. রাজনৈতিক

ঘ. অর্থনৈতিক

১০. ‘শিশুশ্রম বন্ধকরণ’Ñ পরিবেশের কোন উপাদানের প্রভাব?

ক. সামাজিক

খ. রাজনৈতিক

গ. আইনগত

ঘ. অর্থনৈতিক

১১. কারিগরি শিক্ষা কোন পরিবেশের অন্তর্ভুক্ত?

ক. প্রযুক্তিগত

খ. রাজনৈতিক

গ. সামাজিক

ঘ. প্রাকৃতিক

১২. অনুন্নত পরিবহনব্যবস্থার কারণে বৃদ্ধি পায়Ñ

ক. প্রাকৃতিক দুর্যোগ

খ. পণ্যমূল্য

গ. বেকারত্ব

ঘ. প্রশাসনিক জটিলতা

১৩. কোনটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান?

ক. মালিক

খ. প্রতিযোগী

গ. ভোক্তা

ঘ. ক্রেতা

১৪. ব্যবসায়ের বাহ্যিক পরিবেশ সংশ্লিষ্ট উপাদানের মধ্যে পড়েÑ

র. প্রতিযোগীদের অবস্থা

রর. পরিচালকদের মান

ররর. সরবরাহকারীদের সামর্থ্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশের বড় শহরগুলোয় বস্তিবাসীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুযোগ-সুবিধাহীন অবস্থায় অনেক মানুষ গাদাগাদি করে বাস করায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

১৫. বস্তিবাসীর সংখ্যা বাড়ায় মূলত কোন পরিবেশে সমস্যা দেখা দিচ্ছে?

ক. অর্থনৈতিক

খ. প্রাকৃতিক

গ. সামাজিক

ঘ. রাজনৈতিক

১৬. শহরগুলোয় বস্তিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায়Ñ

র. জনস্বাস্থ্যের বিপর্যয় ঘটতে পারে

রর. পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হতে পারে

ররর. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর

খ. র ও ররর

গ. রর ও ররর

ঘ. র, রর ও ররর

১৭. বাংলাদেশে পোশাকশিল্প ব্যাপকভাবে গড়ে ওঠার কারণ কী?

ক. কাঁচামালের প্রাচুর্য

খ. মূলধনের প্রাপ্যতা

গ. সস্তা জনশক্তি

ঘ. উন্নত প্রযুক্তি

১৮. অর্থনৈতিক পরিবেশ উন্নয়নে নিম্নের কোনটি অধিক প্রয়োজন?

ক. জনগণের সঞ্চয় প্রবণতা বৃদ্ধি

খ. রাজনৈতিক স্থিতিশীলতা

গ. কারিগরি শিক্ষার প্রসার

ঘ. অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি

১৯. বিনিয়োগ পরিবেশকে প্রভাবিত করে এমন আইনগত পরিবেশের উপাদান কোনটি?

ক. মুদ্রা ও রাজস্ব নীতি

খ. শুল্ক ও কর

গ. অর্থ ও ঋণব্যবস্থা

ঘ. আইনশৃঙ্খলা পরিস্থিতি

২০. ব্যবসায়ের প্রত্যক্ষ পরিবেশের বাহ্যিক উপাদান কোনটি?

ক. মালিক

খ. শ্রমিক-কর্মী

গ. মূলধন

ঘ. ক্রেতা-ভোক্তা

উত্তর : ১. খ, ২. গ, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. ঘ, ৮. ক,

৯. খ, ১০. গ, ১১. ক, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. গ, ১৬. ঘ,

১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. ঘ।

খন্দকার হাসান মাহমুদ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ, চট্টগ্রাম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন