উইটন ইন্টারন্যাশনাল স্কুল : অভিভাবকদের ভোটে

ঢাকার সেরা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৭: ২৮
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৬: ৪৮

ঢাকায় ইসলামিক মূল্যবোধভিত্তিক ইংলিশ মিডিয়াম শিক্ষার পথপ্রদর্শক প্রতিষ্ঠান উইটন ইন্টারন্যাশনাল স্কুল আবার প্রমাণ করেছে তাদের অসাধারণ শিক্ষাগত মান ও জনসম্পৃক্ততা। বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম কর্তৃক ২৫-২৭ জুন ২০২৫ অনলাইন ভোটের মাধ্যমে পরিচালিত এক জরিপে উইটন ইন্টারন্যাশনাল স্কুল সর্বোচ্চ ১৯৬টি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে।

বিজ্ঞাপন

এই জরিপে ঢাকার বিভিন্ন ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল অংশগ্রহণ করে। অভিভাবকদের আস্থা ও ভালোবাসায় শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সাফল্যের পেছনে রয়েছে তাদের একাডেমিক শৃঙ্খলা, ইসলামিক মূল্যবোধভিত্তিক নৈতিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানের পাঠ্যক্রমের সমন্বিত প্রয়োগ। স্কুলটি ব্রিটিশ কারিকুলামভিত্তিক শিক্ষা প্রদান করে, যেখানে শিশুদের চারিত্রিক গঠন, নৈতিকতা, নেতৃত্ব ও সৃজনশীলতা গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

wuton_school

এই স্কুলের অন্যতম মূল শক্তি এর দক্ষ ও আন্তরিক শিক্ষকরা। তাদের প্রত্যেকে আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তারা শুধু পড়ানো নয়, বরং প্রতিটি শিশুর মানসিক বিকাশ, ধর্মীয় শিক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সচেষ্ট। স্কুলটি নিয়মিতভাবে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে, যা একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করে।

উইটন ইন্টারন্যাশনাল স্কুলে শিশুদের জন্য একটি নিরাপদ, পরিশীলিত ও প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করেছে। শ্রেণিকক্ষগুলোয় রয়েছে স্মার্টবোর্ড, অনলাইন লার্নিং সাপোর্ট, লাইব্রেরি ও বিজ্ঞান ল্যাবের সুবিধা। এ ছাড়া ইসলামিক স্টাডিজ, হিফজ ও আরবি শেখার জন্য রয়েছে আলাদা শিক্ষক এবং নির্ধারিত পাঠ পরিকল্পনা।

জরিপে অংশগ্রহণকারী অভিভাবকরা এই স্কুলের একাডেমিক মান, ধর্মীয় পরিবেশ ও প্রশাসনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন। অভিভাবকদের ভোটে ঢাকার সেরা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল নির্বাচিত হওয়ায় উইটন ইন্টারন্যাশনাল স্কুলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক। তিনি বলেন, এই অর্জন স্কুলটির উচ্চমানের শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রতি অভিভাবকদের আস্থারই প্রমাণ।

স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. আব্দুল্লাহ জামান বলেন, এই ফলাফল উইটন ইন্টারন্যাশনাল স্কুলের জন্য গৌরবের। এ অর্জন সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত পরিশ্রম ও বিশ্বাসের স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, একটি শিশুর মধ্যে যদি ইসলামি আদর্শ, বিশ্বমানের শিক্ষা এবং নেতৃত্বের গুণাবলি একত্রে বিকাশ লাভ করে, তবে সে একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে—এটাই উইটনের দর্শন। আমি ব্যক্তিগতভাবে সব অভিভাবক, শুভানুধ্যায়ী, পরিচালক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের এ যাত্রায় পাশে ছিলেন। শুধু আমাদের যাত্রা শুরু, এক দিন ইনশাআল্লাহ আমরা বিশ্বের মধ্যে সেরা হব।

উইটন ইন্টারন্যাশনাল স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং একটি আন্দোলন, যা শিশুদের সৎ, দক্ষ ও আত্মবিশ্বাসী মুসলিম হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। অভিভাবকদের আস্থায় বারবার সেরা হিসেবে প্রমাণিত হওয়া এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে ঢাকার ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত