ক্রিয়েটিভ আইটির সাফল্য

৩৪ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার তৈরি, আট হাজারেরও বেশি উদ্যোক্তা

শাহেদ-বিন-আলী
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১১: ৪৭
ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মনির হোসেন

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার সেরা আইটি ইনস্টিটিউট। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান ১৬ বছর ধরে দিয়ে যাচ্ছে বিভিন্ন আইটিবিষয়ক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। ইতোমধ্যে ৯০ হাজারেরও বেশি মানুষকে আইটিতে দক্ষ করেছে প্রতিষ্ঠানটি। তৈরি করেছে ৩৪ হাজারেরও বেশি সফল ফ্রিল্যান্সার ও আট হাজারেরও বেশি উদ্যোক্তা।

বিজ্ঞাপন

অর্জনের লম্বা ঝুলি

সম্প্রতি দিল্লির আইআইটির ন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ সামিটে দক্ষিণ এশিয়ার সেরা আইটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া আইটি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ১৬ বছরে পেয়েছে নানা সম্মাননা। এর মধ্যে আছে—TOYP অ্যাওয়ার্ড, ইউসুফ চৌধুরী সম্মাননা, বেসিসের উদ্যোগে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড এবং আইডিএলসি প্রথম আলো এসএমই পুরস্কার।

ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ

শুরুটা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দিয়ে হলেও বর্তমানে ‘ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ’ ১২টি অঙ্গ প্রতিষ্ঠান। Excellence Architecture, CCPL, Desvert, Movreel Studio, Creative Space Developers, ATL ইত্যাদি।

ক্যাম্পাস

প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস ধানমন্ডিতে অবস্থিত। এখান থেকেই অফিশিয়াল সব কাজ পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের জন্য ধানমন্ডিতে রয়েছে দুটি ক্যাম্পাস। এ ছাড়া মিরপুর ও উত্তরায় রয়েছে আরো দুটি ক্যাম্পাস। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে পঞ্চগড় ও চট্টগ্রামে রয়েছে আরো দুটি ক্যাম্পাস। শুধু তাই নয়, সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে কানাডায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে গড়ে উঠেছে।

অভিজ্ঞ মেন্টর প্যানেল

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে রয়েছে ১২০ জন দক্ষ ফুলটাইম মেন্টর। মেন্টরদের আছে সংশ্লিষ্ট বিষয়ের ওপর দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ডিগ্রি। এ ছাড়া প্রতিটি মেন্টরের রয়েছে একাডেমিকের পাশাপাশি বিজনেস রিলেটেড ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স।

অফলাইনের পাশাপাশি অনলাইনেও শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে নেওয়া যায় বিশ্বমানের আইটি প্রশিক্ষণ। শুধু বাংলাদেশ নয়, কানাডা, সুইডেন, সৌদি আরব, নাইজেরিয়াসহ ৩০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা এখান থেকে অনলাইনে আইটি প্রশিক্ষণ নিচ্ছেন।

নারীবান্ধব শিক্ষা পরিবেশ

যেহেতু আইটি বিষয়ে দক্ষ হলে ঘরে বসেই কাজ করে ক্যারিয়ার করা যায়, তাই নারীর ক্ষমতায়নে এটি চমৎকার একটি সুযোগ। সেই সুযোগকেই ভালোভাবে কাজে লাগাতে চায় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সে জন্যই তাদের মোট শিক্ষার্থীদের ৬১% নারী। শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবীসহ নানা শ্রেণি ও পেশার নারীদের জন্য ক্রিয়েটিভ আইটি নিশ্চিত করে নিরাপদ একটি পরিবেশ। নারী ব্যাচে শিক্ষার্থী থেকে শিক্ষক সবাই নারী। এ ছাড়া বিভিন্ন সময় তারা নারীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। ১২ হাজারেরও অধিক নারীরা আইটিতে দক্ষ হয়েছেন।

ফ্রি ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম

প্রতিষ্ঠানটি প্রায়ই বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার ও আইটিভিত্তিক বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করে থাকে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে আইটি ক্যারিয়ারবিষয়ক সচেতনতা হয়।

কোর্স তালিকা

৩২টি বিষয়ে আইটিতে দক্ষ হওয়া যায় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে। গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিকস, UX/UI ডিজাইন, ওয়েব ডিজাইন, 3D Animation, সাইবার সিকিউরিটি, ভিডিও এডিটিং, প্রোডাক্ট ডিজাইন, মার্নস্ট্যাক ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন মেশিন লার্নিং, ডিজিটাল ইমেজ এডিটিং, ইন্টেরিয়র ডিজাইন ইত্যাদি বিষয়। এ ছাড়া রয়েছে বিষয়ভিত্তিক ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার সুযোগ।

প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহারের সুযোগ

শিক্ষার্থীদের কিছু কিছু সফটওয়্যার রয়েছে, যা বিদেশি বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে অধিক মূল্যে কিনতে হয়। কিন্তু সবার পক্ষে কেনা তা সম্ভব না হওয়ায় প্রতিষ্ঠানটি কিনে ছাত্রছাত্রীদের মধ্যে সরবরাহ করে থাকে। এতে শিক্ষার্থীরা নিজ নিজ বিষয়ে স্কিল ডেভেলপ করতে পারেন।

ক্যারিয়ার প্লেসমেন্ট

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট তিন হাজারেরও বেশি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। এখানে একটি ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। শিক্ষার্থীদের কোর্স শেষে এই ডিপার্টমেন্টের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীকে তারা চাকরির জন্য সুপারিশ করে। চাকরি পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন হার্ড স্কিল ও সফট স্কিলে দক্ষতা অর্জনে সহায়তা করে থাকে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট ।

ইংলিশ কমিউনিকেশন ক্লাব

ইংলিশ কমিউনিকেশন ক্লাবের সহায়তায় ছাত্রছাত্রীরা ইংরেজি ভাষাটিতে দক্ষতা অজন করে। ফ্রিল্যান্সিং বিষয়টিতে বিদেশিদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও কাজের সুবিধার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা থাকা প্রয়োজন।

শিক্ষার্থী ফোরাম

পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশ ও সাংস্কৃতিক চর্চার জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে স্টুডেন্ট ফোরাম। শিক্ষার্থীরা নিজেদের নাচ, গান, আবৃত্তি কিংবা ফটোগ্রাফি স্কিলের মতো প্রতিভা প্রতিযোগিতার মাধ্যমে ফুটিয়ে তোলে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত