আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই আন্দোলনের চতুর্থ পোস্টারে শহীদ আবরার ফাহাদ প্রসঙ্গ

আমার দেশ অনলাইন
জুলাই আন্দোলনের চতুর্থ পোস্টারে শহীদ আবরার ফাহাদ প্রসঙ্গ

জুলাই আন্দোলনের চতুর্থ পোস্টার প্রকাশিত হয়েছে আজ শুক্রবার। জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’-এর অংশ হিসেবে এসব পোস্টার প্রকাশিত হচ্ছে।

বিজ্ঞাপন

শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই পোস্টারগুলো ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে প্রতিদিন একটি করে ধারাবাহিক প্রকাশনা চলছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তৈরি করা এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন ২০২৪ সালের জুলাই আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল এবং সেসময়ে কী ঘটেছিল।

শুক্রবার প্রকাশিত পোস্টারে উঠে এসেছে শহীদ আবরার ফাহাদের প্রসঙ্গ, যিনি জুলাই আন্দোলনের অনুপ্রেরণার অন্যতম প্রতীক হয়ে উঠেছেন। পোস্টারে আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার হত্যাকাণ্ডকে ‘জুলাইয়ের অনিবার্যতার একটি কারণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী এই দশটি পোস্টার এঁকেছেন, যা পর্যায়ক্রমে প্রকাশিত হবে। আজ জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো। এগুলোর মধ্য দিয়ে আন্দোলনের প্রেক্ষাপট, কারণ ও তাৎপর্য ফুটে উঠবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন