স্টাফ রিপোর্টার
বিশ্ব ব্যবস্থায় বিরাজিত সত্য ও সৌন্দর্যকে উদ্ভাসিত করার বলিষ্ঠ মাধ্যম সাহিত্য ও কবিতা। ইসলাম কবিতার এই শক্তি ও সৌন্দর্যকে স্বীকৃতি দেয়। মহানবী (সা.) কবিতায় মুগ্ধ হয়ে নিজের গায়ের মূল্যবান চাদর দিয়ে কবিকে সম্মানিত করেছিলেন।
শনিবার ঢাকার ফার্মগেটে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত কবিতা পাঠের আসরে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
মহানবী (সা) এর আগমনী মাস রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল ‘কবিদের জলসার ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’। তাতে অংশগ্রহণকারী কবিরা মহানবী (সা:) এর শানে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন।
মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কবি মুজতাহিদ ফারুকী, কবি জাকির আবু জাফর ও আমিরুল মুমিনীন মানিক। সঞ্চালনায় ছিলেন গবেষক আশরাফুল ইসলাম।
বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সূচনা বক্তব্যের মাধ্যমে কবিতা পাঠের এই আসর শুরু হয়। এতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জামাল উদ্দিন বারী, কবি তাজ ইসলাম, কবি মালেক মাহমুদ, কবি রহমান মাজেদ, কবি মুহাম্মদ ইসমাঈল,কবি রবিউল মাশরাফী, কবি মৃধা আলাউদ্দিন, কবি ইসমাইল মুফিজী, কবি আমিন আল আসাদ, কবি জাফর পাঠান, কবি শাহ সিদ্দিক, কবি মুহাম্মদ হুমায়ুন কবীর, কবি মনসুর আজিজ, কবি মুর্শিদ-উল-আলম, কবি গোলাম নবী পান্না, কবি আলতাফ হোসেন রানা কবি জাবির জাহিদ, কবি নজরুল ইসলাম নিশা, কবি ইবনে আবদুর রহমান, কবি উবায়দুল্লাহ প্রমুখ।
বিশ্ব ব্যবস্থায় বিরাজিত সত্য ও সৌন্দর্যকে উদ্ভাসিত করার বলিষ্ঠ মাধ্যম সাহিত্য ও কবিতা। ইসলাম কবিতার এই শক্তি ও সৌন্দর্যকে স্বীকৃতি দেয়। মহানবী (সা.) কবিতায় মুগ্ধ হয়ে নিজের গায়ের মূল্যবান চাদর দিয়ে কবিকে সম্মানিত করেছিলেন।
শনিবার ঢাকার ফার্মগেটে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র আয়োজিত কবিতা পাঠের আসরে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
মহানবী (সা) এর আগমনী মাস রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এই সেমিনারের শিরোনাম ছিল ‘কবিদের জলসার ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’। তাতে অংশগ্রহণকারী কবিরা মহানবী (সা:) এর শানে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন।
মাসিক দ্বীন দুনিয়ার সম্পাদক মুহাম্মদ জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কবি মুজতাহিদ ফারুকী, কবি জাকির আবু জাফর ও আমিরুল মুমিনীন মানিক। সঞ্চালনায় ছিলেন গবেষক আশরাফুল ইসলাম।
বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সূচনা বক্তব্যের মাধ্যমে কবিতা পাঠের এই আসর শুরু হয়। এতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জামাল উদ্দিন বারী, কবি তাজ ইসলাম, কবি মালেক মাহমুদ, কবি রহমান মাজেদ, কবি মুহাম্মদ ইসমাঈল,কবি রবিউল মাশরাফী, কবি মৃধা আলাউদ্দিন, কবি ইসমাইল মুফিজী, কবি আমিন আল আসাদ, কবি জাফর পাঠান, কবি শাহ সিদ্দিক, কবি মুহাম্মদ হুমায়ুন কবীর, কবি মনসুর আজিজ, কবি মুর্শিদ-উল-আলম, কবি গোলাম নবী পান্না, কবি আলতাফ হোসেন রানা কবি জাবির জাহিদ, কবি নজরুল ইসলাম নিশা, কবি ইবনে আবদুর রহমান, কবি উবায়দুল্লাহ প্রমুখ।
গাজা পুনরুদ্ধারের এই সময়ে ‘ফিলিস্তিন সাংস্কৃতিক পুরস্কার’ ঘোষণা করেছে ‘ফিলিস্তিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট’। ১৩তম আসরের মূল থিম নির্ধারণ করা হয়েছে—‘জেরুজালেম, গাজা উপত্যকা, গোটা ফিলিস্তিন ও জায়নবাদের বিরোধিতা’।
৩ দিন আগেএকশ বছর আগের কথা। ১৮৮৯ সাল। তুরিনে আজকের মতোই এক দিনে ফ্রিডরিখ নিৎশে কার্লো আলবার্তো পথের ৬ নম্বর বাড়ির ফটক দিয়ে বেরিয়ে আসেন। কখনো হাঁটতে বের হতেন, আবার কখনো পোস্ট অফিসে চিঠিপত্র তুলতে যেতেন।
৪ দিন আগেবাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মাসব্যাপী আয়োজিত ইসলামি বইমেলায় প্রতিদিনই জড়ো হন হাজারো মানুষ। বিশেষত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বইপ্রেমীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। আর এই জনস্রোতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একদল স্বপ্নবাজ তরুণের হাতে গড়া ‘লিটলম্যাগ কর্নার’।
৪ দিন আগেইসলাম-পূর্ব সময়ে এক ভয়ংকর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল যেন আরবরা। সমগ্র আরবে চলছিল ভয়াবহ অরাজকতা। গোত্রে গোত্রে শত্রুতা। সারাক্ষণ একে অন্যের ক্ষতি করার চেষ্টায় রত। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মারামারি থেকে শুরু করে যুদ্ধে জড়িয়ে পড়া; বছরের পর বছর ধরে সেই যুদ্ধ চলা।
৪ দিন আগে