ফ্যাসিবাদবিরোধী প্রথম আন্দোলন বা শেষ প্রহরের গল্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৮: ৪৬
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৮: ৫৮

বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঘটনাবহুল বছর ২০১৩। এ বছরের ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মের উত্তাল দিনগুলোয় এমন কিছু ঘটনা ঘটে গেছে, যা আপনাকে অনেক বছর ধরে জানতে দেওয়া হয়নি। আপনি জানতে পারছেন এখন, সেই ফ্যাসিবাদের পতনের পর, এই নতুন সময়ে।

বিজ্ঞাপন

প্রহর শেষে একটি নিটোল প্রেমের গল্প হতে গিয়েও থমকে দাঁড়িয়েছে। নাগরিক জীবনের অবধারিত অনুষঙ্গ রাজনীতিকে বরণ করেছে ইতিহাসের আলোকে। প্রহর শেষে উপন্যাসটি সমকালীন অস্থির রাজনীতির প্রভাবে তানভীর কিংবা ফারহার বদলে যাওয়ার গল্প বলার পাশাপাশি আপনাকে দাঁড় করিয়ে দেবে কিছু প্রশ্নের মুখোমুখি। সত্যি সত্যি কী ঘটেছিল ২০১৩ সালের ৫ মে? কেন ঘটেছিল? রাতের অন্ধকারে কাদের ওপর চালানো হয়েছিল দেড় লক্ষাধিক বুলেট? কী ছিল তাদের অপরাধ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তানভীরের সঙ্গে আপনি হেঁটে যেতে পারবেন শাহবাগ থেকে শাপলার পথে।

শাপলা আন্দোলনকে উপজীব্য করে লেখা প্রথম উপন্যাস প্রহর শেষে। শুরুর কয়েকপাতা পড়ে মনে হচ্ছিল ভুল করে কোনো রোমান্টিক উপন্যাস তুলে নিলাম না তো! কিন্তু গল্প এগিয়ে যেতেই বিষয়বস্তু বদলে যেতে লাগল, সেই সঙ্গে আমিও গল্পে (না ইতিহাস!) বুঁদ হয়ে যেতে লাগলাম।

লেখক যথেষ্ট সুখপাঠ্য ও দ্রুতগতির বর্ণনারীতির ব্যবহার করেছেন। লেখায় প্রয়োজনীয় সাসপেন্স এবং ইন্টারেস্ট আছে। উপন্যাসের কাহিনি যখন মঞ্চ থেকে মতিঝিলে চলে গেল, তখন থেকেই কেমন ফাঁকা এক অনুভূতি হচ্ছিল। আহারে! কী ভয়ানক এক অনন্ত রাত! কীভাবে সেই ভয়াল সময়টা অসহায় মানুষগুলো পার করেছিল? কোথায় হয়েছিল তাদের শেষ গন্তব্য?

লেখক শেষের দিকে যে দৃশ্যের অবতারণা করেছেন সেটা নিয়ে কিছু বলার সাধ্য নেই আমার। আছে শুধু একরাশ অপারগতা, দুঃখ। উপন্যাসের শেষটা বেদনাদায়ক, কষ্টের নিংড়ানো অনুভূতিতে ছেয়ে যায় মন। তবে পড়া শেষে তৃপ্তিও বিরাজ করে এই ভেবে যে, এ বিষয়ে কেউ কেউ লিখেছে। সব মিলিয়ে দারুণ উপভোগ্য এবং সুপাঠ্য উপন্যাস নিঃসন্দেহে।

প্রসঙ্গক্রমে বলে রাখা যায়, এই উপন্যাসের দ্বিতীয় পর্ব ‘আলোয় রাঙা’ও শিগগির প্রকাশিত হবে শিরোনাম প্রকাশনী থেকে।

বই : প্রহর শেষে

লেখক : আবুল ফাতাহ

প্রকাশনী : শিরোনাম প্রকাশনী

পৃষ্ঠা : ১৬০

মুদ্রিত মূল্য : ৩০০

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত