আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দা শাখার এক অভিযানে ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল সন্দেহভাজন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল কবিরকে তার একটি আত্মগোপনস্থল থেকে রাতে আটক করে।

সোমবার রাতে র‌্যব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, কবির শুধু এই হত্যাচেষ্টার মামলায়ই নয়, ফয়সালের নেতৃত্বাধীন একটি চক্রের মাধ্যমে সম্পৃক্ত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনায় নিজের ভূমিকা সম্পর্কে কিছু তথ্য দিয়েছে।

এই গ্রেপ্তারের ফলে হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তে এখন বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, কবিরের কাছ থেকে পাওয়া সূত্র ধরে মামলাটির অন্যান্য শাখা ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে সক্ষম হবে তদন্তকারীরা।

কবিরকে মামলার তদন্ত প্রাপ্ত সংস্থা ডিবি পুলিশের কাছে অচিরেই হস্তান্তর করা হবে।

শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা তাকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন