আসিফ মাহমুদের পোস্ট

চবির বিষয়ে তৎপর সরকার, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৬: ০৬
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৬: ০৮
আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া

চবির বিষয়ে তৎপর সরকার, সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত থেকেই তৎপর সরকার। গ্রামবাসীর বাঁধায় কয়েক দফা চেষ্টা করেও তাৎক্ষণিক ভাবে সেখানে পৌঁছাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে ফোর্স পৌঁছেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। চবি ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করে জানা গেছে এখনো সংঘাত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত