আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদ্যুৎ খাতে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত চায় বেসরকারি উদ্যোক্তারা

বিশেষ প্রতিবেদক

বিদ্যুৎ খাতে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত চায় বেসরকারি উদ্যোক্তারা

দেশের বিদ্যুৎ খাতে গত ১৫ বছরের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারীদের প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউচার অ্যাসোসিয়েশন (বিআইপিপিএ)।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিআইপিপিএ সভাপতি ডেভিড হাসনাত। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমরান রহমান।

বিজ্ঞাপন

তারা জানান, কেউ কেউ বিগত সরকারের বিশেষ সুবিধা পেলেও বেসরকারি উদ্যোক্তাদের অনেকেই ব্যাংক ঋণসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এসব বিষয়ে তদন্ত হওয়া উচিত।

আগামী শুষ্ক মৌসুম, সেচ ও রোজা সামনে রেখে দেশের বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কার কথা তুলে ধরে ডেভিড হাসনাত বলেন, এবার শীতের সময় সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। গরম আসার সঙ্গে রোজা ও সেচ মৌসুমও শুরু হবে। এতে দেশে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে। সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ১৬ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিআইপিপিএ সভাপতি। তিনি বলেন, আমরা অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা বের করে বিদ্যুৎকেন্দ্র চালু রাখছি।

গত ৬ মাস ধরে আমাদের বকেয়া পড়েছে। খুব শিগগির তিন হাজার কোটি টাকা না পেলে জ্বালানির জন্য এলসি খোলা সম্ভব হবে না। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...