আমার দেশ অনলাইন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে।
রেলপথ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পূজার সরকারি ছুটিতে এই চার জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। পাশাপাশি পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ প্রত্যাহার করা হবে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান এবং চার দিনের দীর্ঘ ছুটি মেনে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ফলে পূজার ছুটিতে যাত্রী সুবিধার্থে মোট চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যা যাত্রীদের যাত্রা সহজ ও দ্রুততর করবে।
এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৬০/৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দিনের টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে এবং ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেনগুলোর আগের মতোই সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।
পূজার ছুটিতে পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চার জোড়া অতিরিক্ত ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) চালু করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
রেলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা রেলস্টেশন (কমলাপুর) এবং বিমানবন্দর রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ভিজিলেন্স টিম কাজ করবে।
বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ারসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় যাত্রী সেবার মান উন্নয়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে।
রেলপথ মন্ত্রণালয় ঘোষণা করেছে, পূজার সরকারি ছুটিতে এই চার জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। পাশাপাশি পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ প্রত্যাহার করা হবে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান এবং চার দিনের দীর্ঘ ছুটি মেনে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ফলে পূজার ছুটিতে যাত্রী সুবিধার্থে মোট চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যা যাত্রীদের যাত্রা সহজ ও দ্রুততর করবে।
এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) এবং ৪ অক্টোবর (শনিবার) রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৬০/৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দিনের টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে এবং ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেনগুলোর আগের মতোই সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।
পূজার ছুটিতে পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চার জোড়া অতিরিক্ত ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) চালু করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।
রেলপথ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা রেলস্টেশন (কমলাপুর) এবং বিমানবন্দর রেলস্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং বিনা টিকেট যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ভিজিলেন্স টিম কাজ করবে।
বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুপম আনোয়ারসহ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় যাত্রী সেবার মান উন্নয়ন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪২ মিনিট আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘণ্টা আগে