জাতীয় প্রেস ক্লাবে শিশুদের তুলিতে চব্বিশের গণঅভ্যুত্থানের চিত্র

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০২: ৩০

‘বাবা দেখো হেলিকপ্টর’ শহীদ মুগ্ধর ‘পানি লাগবে পানি’ শহীদ আবু সাঈদের সাহসিকতার সঙ্গে বুক পেতে দেশের জন্য গুলি খাওয়ার দৃশ্য। এছাড়া ছাত্র-জনতার উত্তাল বিভীষিকাময় ৩৬ জুলাইয়ের চিত্রগুলো শিশু-কিশোররা তাদের রংতুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছিল। চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে শিশুদের আঁকা এসব ছবি বিচারক ও দর্শকদের আবেগতাড়িত করে।

গতকাল মঙ্গলবার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে। বেলা ১১টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেয় প্রেস ক্লাব সদস্যদের সন্তানরা। তাদের আঁকা ছবিতে ৩৬ জুলাইয়ের উত্তাল ছাত্র-জনতার প্রতিবাদ, বীরত্ব ও আত্মত্যাগ নিখুঁতভাবে উঠে আসে রংতুলির মাধ্যমে, যা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ পলি। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন। এছাড়া ক্রীড়া উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করে সানদিহা জাহান দিবা, দ্বিতীয় রাদিতা জাহান ও তৃতীয় স্থান অধিকার করে মুহাইমিন আল আইমান। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন রুদমিলা হক, দ্বিতীয় নাওশীন আনজুম এবং তৃতীয় হয় সাইদ্যিয়া মরিইয়াম বিনতে সাদী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত