ক্যান্সার নিরোধক ওষুধ তৈরিতে উৎসে কর কমলো
অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১৫: ০৭

ক্যান্সার নিরোধক ওষুধ তৈরিতে আমদানিকৃত পণ্যের উপর উৎসে কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ক্যান্সারের ওষুধ তৈরিতে ব্যবহৃত পণ্যের আমদানিকৃত পণ্যের উপর ২ শতাংশ উৎসে কর প্রদান করতে হবে।
এর আগে এ করের হার ছিল ৫ শতাংশ। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন-২০২৩ এর ৭৬ এর উপধারা (১) এর ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উৎসে কর কমানোর ফলে দেশে উৎপাদিত ক্যান্সার ওষুধের ব্যয় কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com