আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেকনাফ ও সেন্টমার্টিনে বিওপি উদ্বোধন

স্টাফ রিপোর্টার

টেকনাফ ও সেন্টমার্টিনে বিওপি উদ্বোধন

কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল মঙ্গলবার সেন্টমার্টিন বিওপি ও টেকনাফের সি-বিচ বিওপি আলাদা সময়ে উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

টেকনাফে বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি মহাপরিচালক মঙ্গলবার সেন্টমার্টিন বিওপি উদ্বোধন করেন।

যেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সৈনিক লাইন নির্মাণ করা হয়েছে। দায়িত্বরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই বিওপি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তাব্যবস্থায় আরও গতি ও কার্যকারিতা বাড়বে।

টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ২০১৯ সালের ৭ এপ্রিল সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। বর্তমানে ওই বিওপি উদ্বোধন করার মধ্য দিয়ে চূড়ান্তভাবে সেন্টমার্টিন বিওপির কার্যক্রমের পূর্ণাঙ্গ যাত্রা শুরু হলো।

একই দিন বিজিবি মহাপরিচালক টেকনাফের লেঙ্গুরবিলে নবনির্মিত সি-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই সি-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানে অবস্থানরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল এবং অপারেশনাল সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...