আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে নিহত ৫

আমার দেশ অনলাইন

সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে নিহত ৫
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

উত্তর সিরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তিশরিন ও কারা কোজাক বাঁধের কাছে গ্রামে ফেরার সময় মাইন বিস্ফোরণের শিকার হন তারা। মঙ্গলবার সিরিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসী গোষ্ঠী ওইপিজি’ এলাকা থেকে সরে যাওয়ার আগে অনেক স্থলমাইন পুঁতে রেখেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় যেতে লোকজনকে বাধা দিচ্ছে, যার মধ্যে রয়েছে রাস্তায় ল্যান্ডমাইন পুঁতে রাখা, যা হাজার হাজার মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে।’

বিজ্ঞাপন

আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেট জানায়, ওয়াইপিজি সন্ত্রাসী গোষ্ঠী মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে আল-জাদা, আল-কুব্বা এবং তাল আহমার গ্রামগুলোর পাশাপাশি আশপাশের অন্যান্য গ্রামে প্রবেশে বাধা দিয়েছে।

এদিকে, রেডক্রসের আন্তর্জাতিক কমিটি এবং সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে আলেপ্পো রেসপন্সের কেন্দ্রীয় কমিটি আইন আল-আরব এলাকায় খাদ্য, চিকিৎসা এবং প্রয়োজনীয় ত্রাণ পাঠিয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...