প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ৫ সমঝোতার সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৭: ১৪
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২০: ২৪

প্রধান উপদেষ্টা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন জানিয়ে তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সফরে মাধ্যমে দেশটি যাতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশ থেকে নেয় সে চেষ্টা করা হবে। এ নিয়ে অনেক আলাপ ও চুক্তি হবে।

এ সফরের দ্বিতীয় ফোকাস হিসেবে বিনিয়োগকে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ১৩ আগস্ট মালয়েশিয়ার কয়েকজন বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীদের নিয়ে বিজনেস কনফারেন্সে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন। ১৩ আগস্ট কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। ওই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও সুলতান থাকবেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীরতর করার জন্য এ সফর মন্তব্য করে তিনি বলেন, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনা হবে কিনা—অনেক আলাপ-আলোচনাই হবে। কিছুতো সমঝোতা হবে।

তার বাইরেও অনেক বিষয়ে আলোচনা হবে। আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা যাবেন, উনি কথা বলবেন। পরবর্তী আপডেট এসে জানাতে পারব। গভীর সমুদ্রে মৎস্য আহরণে সহযোগিতার জন্য দেশটিকে অনুরোধ জানানো হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আপডেট জানতে চাইলে প্রেস সচিব বলেন, ওখানে গৃহযুদ্ধ চলছে, তাই রোহিঙ্গাদের যাওয়ার মত পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত নয়। এ অবস্থায় তাদের ওখানে পাঠানো আন্তর্জাতিক সংস্থাগুলো নিরাপদ মনে করবে না।

এ বিষয়ে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে বড় সম্মেলন হবে। ১৭০ টির মত দেশ সেখানে যুক্ত হবে। ২৫ আগস্ট কক্সবাজারে একটি সম্মেলন হবে। রোহিঙ্গা নিয়ে আমাদের যথেষ্ট ফোকাস আছে। আমরা চাই তারা যেন নিজ বাসস্থানে শান্তিপূর্ণভাবে ফিরতে পারেন।

পাঁচ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জনকূটনীতি) শাহ আসিফ রহমান জানান, সফরকালে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, এফবিসিসিআই এবং এমসিসিআইয়ের মধ্যে ব্যবসায়িক কাউন্সিল গঠন, বিএমসিসিআই ও এমআইএমওএস’র মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং মালয়েশিয়ার ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে হালাল ইকো সিস্টেম, উচ্চ শিক্ষা এবং কূটনীতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয় তিনটি নোট বিনিময় হওয়ার সম্ভাবনা আছে। দুই দেশের প্রধান সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদার নিয়োগ, শ্রমিকদের সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান শাহ আসিফ রহমান।

বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপের (আরসিইপি) এগ্রিমেন্টের যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত