পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী সর্বসাধারণের কাছে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আগামী ৩ জুন পর্যন্ত চলবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
এদিকে প্রথমদিনেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরে সুরিটোলা স্কুলের সামনে ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছিলেন রমিছা বেগম (৩০)। তিনি বলেন, 'দীর্ঘ দেড় ঘন্টারও বেশি সময় অপেক্ষা করার পর পণ্য হাতে পেয়েছি। সরকার আবারো ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করায় আমরা খুবই খুশি। কেননা, এখান থেকে পণ্য কিনতে পারলে অনেক সাশ্রয় হয়।'
প্রেসক্লাব এলাকায় ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনেন আরশাদ আলী নামে এক রিকশা চালক। তিনি বলেন, 'সরকারের এ কর্মসূচি আমাদের জন্য খুবই উপকারি। এটা যেন চালু থাকে এ কথা লিখবেন।'
একইভাবে সচিবালয়, শাহাবাগ, হাতিরপুল, সেগুনবাগিচা, কাপ্তানবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাকের পেছনে লাইনে দাঁড়িয়ে পণ্য ভিড় ছিল বলে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে।
টিসিবি জানায়, দেশজুড়ে টিসিবি ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে। এর মধ্যে ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে এবং ৫৬টি জেলা শহরে ১০টি করে ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকছে।
এসব ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি করা হয়। একজন ভোক্তা ১৩৫ টাকা কেজি দরে ২ কেজি, ৮০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল এবং ৮৫ টাকায় এক কেজি চিনি কিনতে পাবেন। এবার টিসিবির বিক্রি কার্যক্রম শুক্রবার ও ছুটির দিনও চালু থাকবে।
এর পাশাপাশি নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রির কার্যক্রম চালু আছে। দামও অপরিবর্তিত রয়েছে। নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভোজ্যতেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকা কেজি বিক্রি করছে টিসিবি।

