রাজধানীতে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের শেষ দিনেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। শেষ দিনেও অধিকাংশ ট্রাকের সামনে নারী-পুরুষের দীর্ঘ লাইন থাকলেও ক্রেতাদের সিরিয়ার নম্বর দিয়ে পণ্য বিক্রি করায় আগের মতো হুড়োহুড়ি দেখা যায়নি।
টিসিবির কার্যক্রমের আওতায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। তবে সরবরাহের তুলনায় চাহিদা এত বেশি যে, বিকালের আগেই অধিকাংশ ট্রাকে পণ্য শেষ হয়ে যাচ্ছে। ফলে লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষকে পণ্য না পেয়ে ফিরে যেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি বারবার লাইনে
কর্মসূচির শেষ সময়েও রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ক্রেতাদের ভিড় বাড়ছে। সরবরাহের তুলনায় ক্রেতার উপস্থিতি বেশি হওয়ায় অধিকাংশ ভ্রাম্যমাণ ট্রাকের সামনেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে।