টিসিবির ট্রাক সেল শুরু ১০ আগস্ট, কিনতে হবে বেশি দামে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১৪: ২৯

আগামী ১০ আগস্ট থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র ট্রাক সেলে পণ্য বিক্রি শুরু হবে। তবে, এবার ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হবে।

আগের তুলনায় এবার মসুর ডাল, সয়াবিন তেল এবং চিনির দাম বাড়ানো হয়েছে। একজন ক্রেতা এবার প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল ১১৫ টাকা এবং প্রতি কেজি চিনি ৮০ টাকায় কিনতে পারবেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকছে। তাদের জন্য সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা এবং চিনি প্রতি কেজি ৭০ টাকা দরে পাওয়া যাবে।

এ বিষয়ে টিসিবির যুগ্ম পরিচালক হুমায়ুন কবির জানিয়েছেন, ১০ আগস্ট থেকে ট্রাক সেলে পণ্য বিক্রি শুরু হচ্ছে। তবে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানানো হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত