আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা

স্টাফ রিপোর্টার

ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, কাল গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা ও জননিরাপত্তার অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচি থেকে উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি আগামীকাল তার গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশ শেষে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় সংগঠনের সভাপতি জাহিদ আহসান ঘোষণা দেন, 'আগামীকাল শুক্রবার বাদ আসর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গায়েবানা জানাজা আদায় করা হবে।'

সমাবেশে জাহিদ আহসান স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করে বলেন, 'শেখ হাসিনার বিচার এই বাংলাদেশেই হবে তবে তা জাহাঙ্গীরের হাত দিয়ে নয়। আমরা তার কাছে কাউকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি না কারণ তিনি এই পদে বসারই অযোগ্য। দায়িত্বজ্ঞানহীন একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোনো দাবি জানানো যায় না।'

বিক্ষোভকালে নেতাকর্মীরা 'সচিবালয় না রাজপথ, রাজপথ-রাজপথ', 'এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়', 'জাহাঙ্গীরের বিরুদ্ধে লড়াই হবে এক সাথে' সহ বিভিন্ন স্লোগান দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন