
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরীক্ষামূলকভাবে তিনটি রুটে ই-টিকেট সেবা চালু করেছে। এই সেবা পরিচালনা করবে প্রতিষ্ঠান সহজ ডটকম। যাত্রী পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করে আরও সহজতর ও জনবান্ধব করতে এ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি.
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে ই-টিকেট সেবাপ্রদান বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
বিআরটিসির পক্ষ থেকে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর ইউনিট প্রধান আব্দুল লতিফ ও বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান জুলফিকার আলী, এবং সহজ ডটকমের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকিটস) শাকিল জোয়াদ রহিম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ঢাকা–বরিশাল–ঢাকা, ঢাকা–দাউদকান্দি–ঢাকা এবং ঢাকা–আড়াইহাজার–ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে ই-টিকেটিং সেবা প্রদান করা হবে। যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ, কল সেন্টারসহ বিভিন্ন মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
অনলাইন টিকিট ক্রয়ের ক্ষেত্রে টিকিটপ্রতি ২০ টাকা সার্ভিস চার্জ নেবে সহজ ডটকম। এছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহককেই পরিশোধ করতে হবে।
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, “পাইলট প্রকল্প হিসেবে তিনটি রুটে ই-টিকেট সেবা শুরু করা হলেও যাত্রীদের ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে বিআরটিসির সব রুটে এ সেবা সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সফলভাবে ই-টিকেটিং পরিচালনা করছে। তাদের অভিজ্ঞতা বিআরটিসির যাত্রীদের জন্যও সুফল বয়ে আনবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরী) কর্নেল কাজী আইয়ুব আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
এসআর

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরীক্ষামূলকভাবে তিনটি রুটে ই-টিকেট সেবা চালু করেছে। এই সেবা পরিচালনা করবে প্রতিষ্ঠান সহজ ডটকম। যাত্রী পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করে আরও সহজতর ও জনবান্ধব করতে এ উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি.
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে ই-টিকেট সেবাপ্রদান বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
বিআরটিসির পক্ষ থেকে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর ইউনিট প্রধান আব্দুল লতিফ ও বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান জুলফিকার আলী, এবং সহজ ডটকমের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকিটস) শাকিল জোয়াদ রহিম চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ঢাকা–বরিশাল–ঢাকা, ঢাকা–দাউদকান্দি–ঢাকা এবং ঢাকা–আড়াইহাজার–ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসে পরীক্ষামূলকভাবে ই-টিকেটিং সেবা প্রদান করা হবে। যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ, কল সেন্টারসহ বিভিন্ন মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন।
অনলাইন টিকিট ক্রয়ের ক্ষেত্রে টিকিটপ্রতি ২০ টাকা সার্ভিস চার্জ নেবে সহজ ডটকম। এছাড়া প্রচলিত নিয়ম অনুযায়ী পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহককেই পরিশোধ করতে হবে।
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, “পাইলট প্রকল্প হিসেবে তিনটি রুটে ই-টিকেট সেবা শুরু করা হলেও যাত্রীদের ইতিবাচক সাড়া পেলে পর্যায়ক্রমে বিআরটিসির সব রুটে এ সেবা সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সফলভাবে ই-টিকেটিং পরিচালনা করছে। তাদের অভিজ্ঞতা বিআরটিসির যাত্রীদের জন্যও সুফল বয়ে আনবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালক (প্রশাসন ও অপারেশন) রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরী) কর্নেল কাজী আইয়ুব আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
এসআর

টিকিট বিক্রিতে যেকোনো প্রকার দুর্বৃত্তায়ন ও প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এখন থেকে যাত্রীদের সঙ্গে প্রতারণা বা হয়রানি করলে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং ১ (এক) বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
১৪ মিনিট আগে
সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩৪ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে হবে গণভোট। গণভোটে চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাতে পারবেন। সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে কী হবে সে বিষয়েও ব্যাখ্যা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
৪২ মিনিট আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৬ জন। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন।
৪৪ মিনিট আগে