আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সচিবালয়ের উচ্চমান সহকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সচিবালয়ের উচ্চমান সহকারী গ্রেপ্তার

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বাংলাদেশ সচিবালয়ের এক উচ্চমান সহকারীকে গ্রেপ্তার করেছে দুদক।

বিজ্ঞাপন

মঙ্গলবার আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী মো. তৈয়বুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

গ্রেপ্তার তৈয়বুরের বিরুদ্ধে শাহবাগ থানায় ২১ নম্বর (তারিখ: ২৪/১০/২০২৪ দণ্ডবিধির ধারা: ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দ:বি:) ও একই থানায় ০১ নম্বর (তারিখ: ২৪/১১/২০২৪ দণ্ডবিধির ধারা ২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯) দু’টি মামলা চলমান। তিনি উচ্চমান সহকারী, উন্নয়ন অধিশাখা-৮, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলে মামলার নথিতে উল্লেখ আছে।

গ্রেপ্তারের পর অভিযুক্ত ও দুদক সংশ্লিষ্টদের ভিডিও এবং থানায় দায়েরকৃত মামলার কপি এ প্রতিবেদকের হাতে রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন