রাজধানীর ৪ অভিজাত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৯: ৫১

রাজধানীর চার অভিজাত এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এলাকাগুলো হলো, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে এক পোস্টে এটি কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশে এই চার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এর আগে ডিএনসিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল হাসানের স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছিল, শব্দদূষণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো। বিষয়টি ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অক্টোবর মাস থেকে পুরো বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ হর্ন না বাজানোর বিষয়ে প্রচার-প্রচারণা চালানো হবে। পরবর্তিতে এই এলাকায় হর্ন বাজালে আইনগত ব্যবস্থা নেবে ডিএনসিসি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত